Saline: রিঙ্গার ল্য়াকটেট স্য়ালাইন ঘিরে বিতর্ক তুঙ্গে। প্রশ্ন উঠছে, এই সংস্থার মালিক পক্ষ কোথায়?
ABP Ananda Live: 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়ালে'র রিঙ্গার ল্য়াকটেট স্য়ালাইন ঘিরে বিতর্ক তুঙ্গে। প্রশ্ন উঠছে, এই সংস্থার মালিক পক্ষ কোথায়? কেন সামনে আসছেন না তাঁরা? কেন তাঁরা চুপ? শনিবারের পর সোমবারও ফের পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়ালের শিলিগুড়ির অফিসে পৌঁছয় এবিপি আনন্দ। এদিনও দেখা যায় বন্ধ অফিস। উত্তর দিনাজপুরের চোপড়ার তিনমাইল হাটে 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল'-এর কারখানাতেও ফের পৌঁছয় এবিপি আনন্দ। সেখানও সংস্থার কর্তাব্য়ক্তিদের কারও দেখা মেলেনি। এরমধ্য়ে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এই কোম্পানির মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডিরেক্টর আছে। তার সঙ্গে সরাসরি দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবার যারা এই রাজ্যটাকে চালায় তাদের সঙ্গে যোগ আছে। পাল্টা কুণাল ঘোষের বক্তব্য়, প্রমাণ থাকলে বলুন। খালি হাওয়ায় ভাসিয়ে দিলে হবে না।
দিল্লিতে ডেকে পাঠানো হল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে:
এদিকে, সীমান্তে উস্কানি, এবার পাল্টা চাপ ভারতেরও। রবিবার, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছিল ইউনূস সরকার। সোমবার, পাল্টা, দিল্লিতে ডেকে পাঠানো হয় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে। কড়া বার্তা দিয়ে বলা হয়, বর্ডারে সমস্তরকম অপরাধমূলক কাজের মোকাবিলায় বাংলাদেশ সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে বলে ভারত আশাবাদী।


















