এক্সপ্লোর
Advertisement
কলকাতা, হাওড়ায় "বিএস ৪" পূর্ববর্তী বাণিজ্যিক ও যাত্রীবাহী গাড়ির প্রবেশ বন্ধ করতে রাজ্যকে নির্দেশ জাতীয় পরিবেশ আদালতের
নির্দেশ পালনে অযথা দেরি হলে তা সাধারণ মানুষের বিশ্বাসভঙ্গের সামিল হবে বলে জানিয়েছে এনজিটি
কলকাতা: পরিবেশ দূষণ রোধে ফের কড়া নির্দেশ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের। কলকাতা ও হাওড়ার দূষণ সংক্রান্ত মমলার শুনানিতে বৃহস্পতিবার ধাপা ও পুরনো গাড়ি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় পরিবেশ আদালত।
আদালত নির্দেশ দিয়েছে, দূষণ রোধ করতে ধাপায় পর্যাপ্ত যন্ত্র বসাতে হবে রাজ্যকে। পাশাপাশি, ধাপার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ৩ সংস্থাকে নিয়ে কমিটিও গঠন করে দেয় আদালত।কমিটিতে রয়েছে, কেন্দ্রীয় ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং ন্যাশনাল এনভায়রোমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (নিরি)। ২ মাসের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে কমিটিকে।
বাণিজ্যিক এবং যাত্রী পরিবহণে ব্যবহৃত পুরনো গাড়ি নিয়েও একাধিক নির্দেশ দিয়ে জাতীয় পরিবেশ আদালত জানিয়েছে। আদালতের নির্দেশের প্রেক্ষিতে বাণিজ্যিক কাজে ব্যবহৃত পুরনো গাড়ি বাতিলের জন্য রাজ্য একটি কমিটি গঠন করেছিল। কিন্তু সেই কমিটি চুপচাপ বসে ছিল, কোনও কাজ করেনি। আর এখন করোনার দোহাই দিচ্ছে। ৩ মাসের মধ্যে রাজ্যের গঠিত কমিটিকে রিপোর্ট দিতে হবে। পাশাপাশি, "বিএস ৪" (ভারত স্টেজ-৪) নয় এরকম সব যাত্রীবাহী গাড়ির কলকাতা এবং হাওড়ায় প্রবেশ বন্ধ করতে হবে। এবং আস্তে আস্তে এটা গোটা রাজ্যে করতে হবে। এই নির্দেশ পালনে অযথা দেরি হলে তার সাধারণ মানুষের বিশ্বাসভঙ্গের সামিল হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement