রবীন্দ্রসরোবরে ছটপুজো করতে দেওয়ার আবেদন খারিজ ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের, রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেএমডিএ
রাজ্য সরকারের তরফে গত বছর জানানো হয়েছিল, ধর্মীয় অনুষ্ঠানে জড়ো হওয়া মানুষের উপরে পুলিশের লাঠি চালানো সম্ভব নয়।
কলকাতা: রবীন্দ্রসরোবরে ছটপুজো করতে দেওয়ার আবেদন খারিজ। ছটপুজোর করতে দেওয়ার জন্য কেএমডিএ-র আবেদন খারিজ করল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। কয়েকদিন আগেই ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালে আবেদন করে কেএমডিএ। ছটপুজো পুরো বন্ধ না করে শর্ত সাপেক্ষে করতে দেওয়ার আবেদন করা হয় কেএমডিএ-র তরফে। সেই আবেদন খারিজ করে দিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে কেএমডিএ।
প্রসঙ্গত, ২০১৭ সালে শর্তসাপেক্ষে রবীন্দ্র সরোবরে ছটপুজোর অনুমতি দেয় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে এটাও বলে দেওয়া হয় যে, এটাই শেষবার! কিন্তু, ২০১৮ সালে বিধি শিকেয় তুলে সেখানে ফের ছটপুজো হয়।
যার পরই আরও কড়া ব্যবস্থা নিতে রাজ্যকে নির্দেশ দেয় জাতীয় পরিবেশ আদালত। গতবছর ছটপুজোর জন্য রবীন্দ্র সরোবরের বিকল্প হিসেবে কয়েকটি ঘাটের নাম ঘোষণা করে কেএমডিএ। কিন্তু, তারপরও ছবিটা পাল্টায়নি। তালা ভেঙে রবীন্দ্র সরোবরে ঢোকে দলে দলে পূণ্যার্থীরা।
রাজ্য সরকারের তরফে সে সময়ে জানানো হয়েছিল, ধর্মীয় অনুষ্ঠানে জড়ো হওয়া মানুষের উপরে পুলিশের লাঠি চালানো সম্ভব নয়।
এবছর, রবীন্দ্র সরোবরে ছটপুজো করার অনুমতি চেয়ে কেএমডিএ-র পরিবেশ আদালতে বিশেষ আবেদন জানানোর পর থেকে প্রাতঃভ্রমণকারী বা পরিবেশকর্মী---সকলেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন।