এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
কিউরেটিভ পিটিশনের নথিপত্র দিতে দেরি করছে তিহার কর্তৃপক্ষ, দিল্লি হাইকোর্টে নির্ভয়াকাণ্ডের ২ অপরাধী
দুই অপরাধী বিনয় কুমার শর্মা (২৬) ও মুকেশ সিংহের (৩২) মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দায়ের করা কিউরেটিভ পিটিশন সম্প্রতি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। এবার বাকি দুই অপরাধী অক্ষয় কুমার সিংহ (৩১), পবন সিংহও (২৫) কিউরেটিভ পিটিশন পেশ করতে চায়।
নয়াদিল্লি: নির্ভয়া গণধর্ষণ ও হত্য়ায় দোষী সাব্যস্ত চার অপরাধীর দুজনের আইনজীবী তিহার জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে নালিশ জানাতে দিল্লি হাইকোর্টে গেলেন। আদালতে তাঁরা কিছু নথিপত্র তাঁদের হাতে তুলে দিতে গড়িমসি করছে বলে অভিযোগ জানিয়েছেন। ২০১২-র ১৬ ডিসেম্বরের রাতে রাজধানীর বুকে প্যারামেডিকেল ছাত্রীকে ৬ জনের ধর্ষণের পর চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলে দেওয়া, হাসপাতালে তাঁর দাত চাপা লড়াইয়ের পর মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই নারকীয় অত্যাচারে দোষীদের মৃত্যুদণ্ড হলেও তা আজও কার্যকর হয়নি আইনি জটিলতায়। আদালতের সর্বশেষ নির্দেশানুসারে ১ ফেব্রুয়ারি সকাল ৬টায় তিহার জেলে ফাঁসি হওয়ার কথা তাদের। দুই অপরাধী বিনয় কুমার শর্মা (২৬) ও মুকেশ সিংহের (৩২) মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দায়ের করা কিউরেটিভ পিটিশন সম্প্রতি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। এবার বাকি দুই অপরাধী অক্ষয় কুমার সিংহ (৩১), পবন সিংহও (২৫) কিউরেটিভ পিটিশন পেশ করতে চায়। কিন্তু সেজন্য় যেসব নথি, কাগজপত্র লাগবে, সেগুলি তাদের দিতে জেল কর্তৃপক্ষ দেরি করছে বলে অভিযোগ জানিয়ে দিল্লি হাইকোর্টে আজ পিটিশন দিয়েছেন তাদের কৌঁসুলি এ পি সিংহ। শনিবার তার শুনানি হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement