এক্সপ্লোর
Advertisement
নির্ভয়া: আদালতেই অজ্ঞান বিচারপতি, খারিজ হয়ে গেল বিনয় শর্মার প্রাণভিক্ষা সংক্রান্ত আর্জি
মৃত্যুদণ্ড এড়ানোর জন্য এটাই ছিল বিনয়ের হাতে থাকা শেষ সুযোগ। তার আইনজীবী আদালতে দাবি করেন, রাষ্ট্রপতি বিনয়ের আবেদন খারিজ করার সময় জেলে তার ওপর যে নির্যাতন হয়েছে তা বিবেচনা করেননি।
নয়াদিল্লি: নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলার অন্যতম অপরাধী বিনয় শর্মার প্রাণভিক্ষা সংক্রান্ত আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিনয়ের বক্তব্য ছিল, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার প্রাণভিক্ষার আর্জি ঠিকমত বিচার করেননি, আগেই তা খারিজ করেছেন। সেই বক্তব্য আজ নাকচ করেছে সুপ্রিম কোর্ট।
মৃত্যুদণ্ড এড়ানোর জন্য এটাই ছিল বিনয়ের হাতে থাকা শেষ সুযোগ। তার আইনজীবী আদালতে দাবি করেন, রাষ্ট্রপতি বিনয়ের আবেদন খারিজ করার সময় জেলে তার ওপর যে নির্যাতন হয়েছে তা বিবেচনা করেননি। নির্যাতনের জেরে সে মানসিকভাবে অপ্রকৃতিস্থ হয়ে পড়েছে, সে সংক্রান্ত কাগজপত্র রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়নি। কিন্তু সেই বক্তব্য খারিজ করে কেন্দ্র দাবি করে, মানসিকভাবে বিনয় যথেষ্ট সুস্থ। এ মাসের ১২ তারিখের একটি ডাক্তারি রিপোর্ট দাখিল করে তারা বলে, রিপোর্টে পরিষ্কার, বিনয় কোনও মানসিক রোগে ভুগছে না।
শুনানি চলাকালীন আজ আদালতে অজ্ঞান হয়ে পড়েন বিচারপতি আর ভানুমতী। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, বিচারপতি প্রবল জ্বরে ভুগছেন, সেই অবস্থাতেই ওষুধ খেয়ে এজলাসে বসেছিলেন। চেম্বারে চিকিৎসকরা পরীক্ষা করছেন তাঁকে।
#UPDATE Justice R Banumathi was taken into the chamber immediately after she fainted during the hearing in 2012 Delhi gang-rape case in Supreme Court today. The bench has adjourned the case and says the order will be released later. https://t.co/0xLTTg47yG
— ANI (@ANI) February 14, 2020
বিচারপতি অসুস্থ হয়ে পড়ায় বন্ধ রাখা হয়েছে রায়দান, বলা হয়েছে, পরে রায় জানানো হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
খবর
খবর
Advertisement