Modi Dakshineswar Metro Inauguration LIVE: পশ্চিমবঙ্গ আত্মনির্ভর ভারতের অন্যতম কেন্দ্র, নোয়াপাড়া দক্ষিণেশ্বের মেট্রোর উদ্বোধনে বললেন মোদি
PM Modi Dakshineswar Metro Inauguration LIVE Updates in Dunlop: সপ্তাহে কাজের দিনে দক্ষিণেশ্বের থেকে নিউ গড়িয়ার মধ্যে আপডাউনে ৭৯ জোড়া ট্রেন চলবে। নোয়াপাড়া দক্ষিণেশ্বের মেট্রোর পাশাপাশি আজ উদ্বোধন হচ্ছে, কলাইকুন্ডা ও ঝাড়গ্রামের মধ্যে তৃতীয় লাইন , আজিমগঞ্জ ও খাগড়াঘাট রোড শাখার দ্বিতীয় লাইন, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ডানকুনি ও বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইন এবং হাওড়া-বর্ধমান মেন লাইনে রসুলপুর ও মগরার মধ্যে তৃতীয় লাইনের।

Background
হুগলি: চুঁচুড়ার ডানলপ ময়দান থেকে নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রোর ভার্চুয়াল উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। সম্প্রসারিত রুটে যাত্রী পরিষেবা শুরু হবে মঙ্গলবার থেকে। মেট্রো সূত্রে খবর, পথের দৈর্ঘ্য বাড়লেও এখনই বাড়ছে না ভাড়া। সপ্তাহে কাজের দিনে দক্ষিণেশ্বের থেকে নিউ গড়িয়ার মধ্যে আপডাউনে ৭৯ জোড়া ট্রেন চলবে। নোয়াপাড়া দক্ষিণেশ্বের মেট্রোর পাশাপাশি আজ উদ্বোধন হচ্ছে, কলাইকুন্ডা ও ঝাড়গ্রামের মধ্যে তৃতীয় লাইন , আজিমগঞ্জ ও খাগড়াঘাট রোড শাখার দ্বিতীয় লাইন, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ডানকুনি ও বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইন এবং হাওড়া-বর্ধমান মেন লাইনে রসুলপুর ও মগরার মধ্যে তৃতীয় লাইনের।
Noapara Dakshineswar Metro Inauguration LIVE: লক্ষ লক্ষ পড়ুয়া ও চাকুরিজীবীদের জন্যও বড় দিন, বলেন মোদি
উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার লক্ষ লক্ষ পড়ুয়া ও চাকুরিজীবীদের জন্যও বড় দিন। দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর উদ্বোধন করতে এসে বললেন প্রধানমন্ত্রী।
Modi Dakshineswar Metro Inauguration LIVE: দেশের একশোতম কিষাণ রেল মহারাষ্ট্র থেকে বাংলার শালিমার পর্যন্ত চালানো হয়েছে, বললেন মোদি
এদিন মোদি বলেন, দেশের একশোতম কিষাণ রেল মহারাষ্ট্র থেকে বাংলার শালিমার পর্যন্ত চালানো হয়েছে। ফল, সব্জি, দুধ আর মাছচাষের সঙ্গে যুক্তরা এখন মুম্বই ও পুণের বাজারেও পৌঁছে যাচ্ছে।‘






















