Nobel Prize Literature: সাহিত্যে নোবেল সম্মান নরওয়ের! পুরস্কৃত সাহিত্যিক জন ফস
Nobel Prize 2023 Literature: সমাজের পিছিয়ে পড়া অংশের বক্তব্য তুলে ধরেছে তাঁর অতুলনীয় সাহিত্যকর্ম, সেই কারণেই এবার নোবেল পুরস্কারের জন্য তাঁকে মনোনীত করা হয়েছে।
নয়াদিল্লি: ঘোষিত হল সাহিত্যে নোবেল পুরস্কার (Nobel Prize)। নরওয়ের লেখক (Norwegian Author) জন ফসে (Jon Fosse) এবার সাহিত্যে নোবেল (Nobel Prize 2023 Literature) পুরস্কার পেলেন। ৫ অক্টোবর, রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির তরফ থেকে জানানো হয়েছে, সমাজের পিছিয়ে পড়া অংশের বক্তব্য তুলে ধরেছে তাঁর অতুলনীয় সাহিত্যকর্ম, সেই কারণেই এবার নোবেল পুরস্কারের জন্য তাঁকে মনোনীত করা হয়েছে।
১৯৫৯ সালে নরওয়ের পশ্চিম উপকূলে (Norwegian west coast) জন্ম Jon Fosse-এর। ২০২১ সালে সামনে আসে তাঁর সৃষ্টি 'Septology'- অসামান্য জনপ্রিয়তা পায় তাঁর এই কবিতা। এছাড়াও একাধিক সাহিত্য সৃষ্টি রয়েছে তাঁর। 'The Other Name', 'I is Another', 'A New Name'- নোবেলজয়ী লেখকেরই সৃষ্টি। সাহিত্যের বিস্তীর্ণ অংশে জন ফসের পদচারণা। নাটক, উপন্যাস, কবিতা, গদ্যধর্মী লেখা, শিশুসাহিত্য- সবই রয়েছে তাঁর ঝুলিতে।
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 5, 2023
The 2023 #NobelPrize in Literature is awarded to the Norwegian author Jon Fosse “for his innovative plays and prose which give voice to the unsayable.” pic.twitter.com/dhJgGUawMl
গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন ফরাসি সাহিত্যিক Annie Ernaux.
এই বছর ২ অক্টোবর থেকে শুরু হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এই বছরের নোবেল পুরস্কারের ঘোষণা। মেডিসিন, রসায়ন, পদার্থবিদ্যায় এই বছরের নোবেল প্রাপকদের নাম ঘোষিত হয়েছে। ৬ অক্টোবর ঘোষিত হবে এই বছরের নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize)। ৯ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কারের নাম ঘোষিত হবে।
This year’s literature laureate Jon Fosse writes novels heavily pared down to a style that has come to be known as ‘Fosse minimalism’.
— The Nobel Prize (@NobelPrize) October 5, 2023
This can be seen in his second novel ‘Stengd gitar’ (1985), when Fosse presents us with a harrowing variation on one of his major themes, the… pic.twitter.com/5v1fQ6C6CJ
পুরস্কার মূল্য:
নোবেল পুরস্কারের অর্থমূল্য (Nobel Prize Amount) ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনো। ১০ ডিসেম্বর সেটি জয়ীদের হাতে তুলে দেওয়া হবে। নোবেল পুরস্কার শুরু যার হাতে সেই সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থমূল্য থেকেই এই পুরস্কার দেওয়া হয়।
আরও পড়ুন: মারুতি সুজুকি নিয়ে আসছে নিউ জেনারেশন সুইফট, এই দিন আসতে পারে প্রকাশ্যে