Woman Lands on Pillar: স্কুটারে ধাক্কা গাড়ির, রেলিং ছাড়িয়ে উড়ালপুলের স্তম্ভে আটকে গেলেন মহিলা, তার পর...
Noida Road Accident: নয়ডার একটি উড়ালপুলে এই দুর্ঘটনা ঘটেছে।
নয়াদিল্লি: স্কুটারে ধাক্কা মেরেছিল গাড়ি। একটুর জন্য প্রাণে বেঁচে ফিরলেন এক মহিলা। তাঁর প্রাণ বাঁচাল উড়ালপুলের স্তম্ভ। কারণ দুর্ঘটনার পর স্কুটার থেকে ছিটকে যান তিনি। রেলিং ছাড়িয়ে রাস্তায় পড়ে যাওয়ার পরিবর্তে, উড়ালপুলের স্তম্ভের উপরের অংশে পড়েন। তাতেই প্রাণ রক্ষা হয়েছে ওই মহিলা। পরে নিরাপদে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। (Woman Lands on Pillar)
নয়ডার একটি উড়ালপুলে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, সেক্টর ৬২ থেকে সেক্টর ১৮-র উদ্দেশে স্কুটারে চেপে রওনা দিয়েছিলেন ওই মহিলা। উজড়ালপুলের রাস্তার একটি অংশ কিছুটা উন্নত ছিল। সেখানে পৌছতে পিছন থেকে একটি গাড়ি স্কুটারে ধাক্কা মারে। তাতে ছিটকে গিয়ে রেলিং বেয়ে পড়ে যান তিনি। কিন্তু সটান রাস্তায় না পড়ে, স্তম্ভের উপরের অংশ, যা সাঁড়াশির মতো সেতুকে ধরে রাখে, তার উপর গিয়ে পড়েন। (Noida Road Accident)
সেতুর স্তম্ভের উপর ওই মহিলাকে দেখে প্রথমে হতচকিত হয়ে যান সকলে। মোবাইলের ক্যামেরায় গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করেন অনেকেই। ওই মহিলাকে উদ্ধার করতে দীর্ঘকায় একটি মই আনা হয়। দুই ব্যক্তি মই বেয়ে স্তম্ভের উপরের অংশে পৌঁছন। কিন্তু সেখানে উঠে তাঁরাও আটকে যান। কোনও রকমে উপরে উঠে গেলেও, কিছুতেই নামতে পারছিলেন না তাঁরা।
VIDEO | Efforts underway to rescue a woman who is stuck on the pillar of the elevated road in Noida's Sector 25. The woman was reportedly riding a scooty when she was hit by an unidentified vehicle. More details are awaited.#NoidaNews
— Press Trust of India (@PTI_News) September 21, 2024
(Full video available on PTI Videos -… pic.twitter.com/YXspVbauVn
এর পর ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। ইঞ্জিনের হাইড্রলিক প্ল্যাটফর্ম ব্যবহার করে উপরে পৌঁছন দমকল আধিকারিকরা এর পর, প্রথমে ওই মহিলাকে নামানো হয়। ঘটনাস্থলে আগে থেকেই অপেক্ষা করছিল একটি অ্যাম্বুল্যান্স। ওই মহিলা নেমে আসতেই চিকিৎসা শুরু হয় তাঁর। এর পর বাকি দু'জনকেও নামানো হয়। তাঁদের পিঠও চাপড়ে দেন স্থানীয় মানুষজন।
নয়ডার অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার মণীশ মিশ্র জানান, স্তম্ভের উপরের অংশে এসে পড়েন ওই মহিলায। ওই দুই ব্যক্তি তাঁকে উদ্ধার করতে এগিয়ে যান বটে। কিন্তু তাঁরাও আটকে যান উপরে। তবে তাঁদের সকলকেই উদ্ধার করা গিয়েছে। সকলের চিকিৎসা চলছে। কারও শরীরেই গুরুতর চোট নেই। যে গাড়িটি স্কুটারে ধাক্কা মারে, সেটিকে আটক করেছে পুলিশ। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ করা হবে।