ডেঙ্গি-প্রতিরোধে ড্রোন উড়িয়ে নজরদারি কামারহাটি পুরসভার
কল-কারখানা এবং বহুতলের ছাদে কোথাও জল জমে রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে
উত্তর ২৪ পরগনা: করোনা আবহে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। ডেঙ্গি প্রতিরোধে এবার ড্রোনে নজরদারি শুরু করল কামরহাটি পুরসভা।
কলকাতার পরই করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে উত্তর ২৪ পরগনায়। স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৭৫৬ জন, কলকাতায় সেই সংখ্যা ৭২৮। উত্তর ২৪ পরগনায় এখনও পর্যন্ত প্রায় ৬১ হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন।
তবে, জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, এবছর ডেঙ্গি পরিস্থিতি এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে। গত বছর উত্তর ২৪ পরগনার শহরাঞ্চলে, ডেঙ্গিতে যেখানে আক্রান্ত হয়েছিলেন ১১ হাজার ৫৪৬ জন, এবছর সেখানে সেই সংখ্যাটা ২০০-র আশপাশে।
ডেঙ্গি প্রকোপ কমেছে গ্রামাঞ্চলেও। গত বছর কামারহাটি পুর এলাকায় যেখানে শতাধিক মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন। সেখানে এবছর এখনও পর্যন্ত ২৫ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।
এই পরিস্থিতিতে আত্মসন্তুষ্টিতে ভুগতে নারাজ কামরহাটি পুরসভা। বুধবার দেশপ্রিয়নগর, প্রবর্তক কলোনি-সহ বিভিন্ন এলাকায় ড্রোন উড়িয়ে নজরদারি করে পুরসভা।
পুরসভা সূত্রে খবর, প্রবর্তক জুটমিল ও কয়েকটি বহুতলের ছাদে থাকা ফুলের টবে জমা জল থাকার ছবি ধরা পড়েছে। এনিয়ে জুটমিল কর্তৃপক্ষ ও বহুতলের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
এই ধরনের নজরদারি ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে পুরসভা।