হরিয়ানায় চালু হবে এনআরসি, জানালেন মুখ্যমন্ত্রী খট্টর
সমাজের বুদ্ধিজীবীদের পরিষেবা পেতে একটি স্বেচ্ছাসেবী দফতরও গড়ে তোলা হবে বলে জানান খট্টর

চণ্ডীগড়: অসমের মতো হরিয়ানাতেও চালু হবে জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি। রবিবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। পাশাপাশি, রাজ্যে একটি আইন কমিশন গঠন করার বিষয়েও ভাবনাচিন্তা চলছে। এছাড়া, সমাজের বুদ্ধিজীবীদের পরিষেবা পেতে একটি স্বেচ্ছাসেবী দফতরও গড়ে তোলা হবে বলে জানান খট্টর। এদিন পঞ্চচুলায় মহা জনসম্পর্ক অভিযানের শেষ দিনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তার সরকারের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন খট্টর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে খট্টর জানান, তিনি আইন কমিশন গঠনের প্রসঙ্গে হরিয়ানার রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এস ভাল্লা, অবসরপ্রাপ্ত নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্তা লেফটেন্যান্ট জেনারেল বলজিত সিংহ জওয়ালের সঙ্গে আলোচনা করেছেন। খট্টর জানান, বুদ্ধিজীবীদের করা বিভিন্ন উন্নয়নমূলক কাজের অডিট করতে সোশ্যাল অডিট সিস্টেম চালু করা হবে। তিনি জানান, পরিবার পরিচয় পত্র প্রকল্পের জন্য তার সরকার দ্রুততার সঙ্গে কাজ করছে এবং সেই তথ্য এনআরসি-র জন্য ব্যবহার হবে।






















