এক্সপ্লোর
Advertisement
বুদ্ধর ছবি এঁকে মৌলবাদীদের আক্রমণের শিকার সাংসদ-অভিনেত্রী নুসরত
ভিডিওতে দেখা যাচ্ছে, গৌতম বুদ্ধের ছবি আঁকছেন নুসরত। বুদ্ধর মুখের পাশে গাছের পাতা ছড়িয়ে রয়েছে। তারই একটিতে হলুদ রঙ ভরছেন নুসরত জাহান। বুদ্ধর মুখের একপাশে নীল রঙ।
সাদা ক্যানভাস ভরালেন নানা রঙে। গৌতম বুদ্ধর ছবি আঁকলেন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। শুক্রবার রাতে ছবি আঁকার ইনস্টাগ্রাম রিল ভিডিও পোস্ট করেন তিনি। আর তাতেই ফের একবার মৌলবাদীদের আক্রমণের মুখে পড়লেন নুসরত।
ভিডিওতে দেখা যাচ্ছে, গৌতম বুদ্ধের ছবি আঁকছেন নুসরত। বুদ্ধর মুখের পাশে গাছের পাতা ছড়িয়ে রয়েছে। তারই একটিতে হলুদ রঙ ভরছেন নুসরত জাহান। বুদ্ধর মুখের একপাশে নীল রঙ। কিন্তু ৮ সেকেন্ডের এই ভিডিওতেও কটাক্ষ পিছু ছাড়ল না। কেউ লিখেছেন ‘বুদ্ধের মুখে হলুদ রং কেন? পুরোটাতেই নীল রং ভরলেন না কেন?’ কেউ আবার মনে করিয়ে দিয়েছেন ধর্মীয় অনুশাসনের বিষয়টি। তবে শুধু কটাক্ষ নয়, প্রশংসাও কুড়িয়েছেন সাংসদ-অভিনেত্রী। কমেন্ট বক্সে প্রশংসা করেছেন তাঁর অনুরাগীরা। অনেকেই নুসরতের এই প্রতিভার কথা জানতেন না।
তবে সাংসদ-অভিনেত্রীকে মৌলবাদীদের এই আক্রমণ নতুন নয়। ধর্মীয় ভেদাভেদের কথা মাথায় না রেখে নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নুসরত। বিয়ের পর প্রথমবার সংসদে যাওয়ার সময় মাথায় সিঁদুর এবং মঙ্গলসূত্রও পরেছিলেন। আর তারপর থেকেই মৌলবাদীদের রোষানলে পড়েন তিনি। কিছু দিন আগেই স্বামী নিখিল জৈনের সংস্থার তৈরি পোশাক পরে ফটোশ্যুট করেছিলেন তিনি। সেই ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেও আক্রমণের মুখে পড়েন তিনি। কমেন্ট বক্সে একজন লেখেন, ‘শুধু ফটোশ্যুট করলেই হবে দিদি? কাজও কিছু করুন, বসিরহাটের লোকজন তো আপনার টিকিও খুঁজে পাচ্ছে না কয়েক মাস ধরে!’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement