এক্সপ্লোর
Advertisement
ধরা পড়ল ক্যামেরায়, ৪ বছরের মেয়েকে অপহরণকারীদের হাত থেকে বাঁচাতে লড়ে গেলেন মা
পুলিশের দাবি, ধীরাজ জানিয়েছে, শিশুটির কাকা উপেন্দ্র রয়েছে এই ঘটনার পিছনে।
নয়াদিল্লি: ২ দুষ্কৃতী বাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাঁর ৪ বছরের মেয়েকে। নিজের নিরাপত্তার কথা সম্পূর্ণ ভুলে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন নিরস্ত্র মা। ছিনিয়ে নিলেন মেয়েকে। আর এক হাতে চেপে ধরলেন বাইক, যাতে দুষ্কৃতীরা পালাতে না পারে। তাঁর প্রবল প্রতিরোধের সামনে পিছু হঠল দুই অপরাধী। বাইক ফেলেই চম্পট দিল তারা।
পূর্ব দিল্লিতে মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। বিকেল চারটে নাগাদ একটি কালো পালসারে চড়ে মহিলার বাড়ির সামনে এসে হাজির হয় দু’জন। তাঁর কাছে জল চায় তারা। জল আনতে তিনি বাড়ির ভেতরে ঢুকলে তারা তাঁর ছোট্ট মেয়েকে তুলে নিয়ে বাইকে চাপিয়ে পালাতে চেষ্টা করে। মেয়ের চিৎকারে বাড়ি থেকে ছিটকে বেরিয়ে আসেন মা। ঝাঁপিয়ে পড়ে সবে চালু হওয়া বাইক থেকে মেয়েকে কেড়ে নেন তিনি। তাঁর প্রতিরোধের মুখে পড়ে প্রথম অপহরণকারী গলি থেকে ছুটে চম্পট দেওয়ার চেষ্টা করে। ততক্ষণে পড়শিরা টের পেয়েছেন, তাঁরা চেষ্টা করেন অন্যজনকে ধরতে। অপহরণকারীরা পালায় ঠিকই কিন্তু ফেলে রেখে যায় বাইক ও ব্যাকপ্যাক। সেই সূত্র ধরে বাইকের মালিক ধীরাজকে গ্রেফতার করেছে পুলিশ।
দেখুন সিসিটিভির ভিডিও
@DelhiPolice @ndtvindia
पूर्वी दिल्ली के शकरपुर इलाके में एक 4 साल की बच्ची के अपहरण की कोशिश,लेकिन काफी बच्ची की मां की दिलेरी के सामने नाकाम हुए अपहरणकर्ता,पड़ोसियों ने पीछा किया लेकिन अपहरणकर्ता भागने में कामयाब रहे pic.twitter.com/m1CTJuE6Ew
— Mukesh singh sengar मुकेश सिंह सेंगर (@mukeshmukeshs) July 22, 2020
पड़ोसियों ने पकड़ने की खूब कोशिश की https://t.co/SNF1nYLXgZ pic.twitter.com/DX8GlZI0UC
— Mukesh singh sengar मुकेश सिंह सेंगर (@mukeshmukeshs) July 22, 2020
পুলিশের দাবি, ধীরাজ জানিয়েছে, শিশুটির কাকা উপেন্দ্র রয়েছে এই ঘটনার পিছনে। উপেন্দ্রর দাদা কাপড়ের ব্যবসা করে ভাল উপার্জন করছেন, তাই ঈর্ষা হয়েছিল তার। ভাইঝিকে অপহরণ করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়ার ছক কষেছিল সে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement