এক্সপ্লোর
কাল সকালে কেন বিভিন্ন হাসপাতালের ওপর পুষ্পবৃষ্টি করবে বায়ুসেনার হেলিকপ্টার?
সামনের সারিতে দাঁড়িয়ে থেকে যে চিকিত্সক, নার্স, প্যারামেডিকেল কর্মীরা কোভিড-১৯ এর মোকাবিলা করছেন, তাঁদের সম্মান জানাতে গুয়াহাটি,ইটানগর, শিলংয়েও হাসপাতালের ওপর পুষ্পবৃষ্টি হবে। গুয়াহাটিতে অসম বিধানসভা ভবনের ওপর দিয়ে উড়ে যাবে বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান। এয়ারফোর্সের ব্যান্ডও গুয়াহাটিতে লাইভ অনুষ্ঠান করবে।

ফাইল চিত্র
কলকাতা: জানেন কি? কাল সকাল ১০টা থেকে সাড়ে দশটার মধ্যে নোভেল করোনাভাইরাসের চিকিত্সা করা দেশের একাধিক হাসপাতাল ভবনের ওপর আকাশ থেকে পুষ্পবৃষ্টি করবে ভারতীয় বায়ুসেনার চপার। করোনাভাইরাসের বিরুদ্ধে দিনরাত এক করে পরিশ্রম করে যাওয়া ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে সুখোই-৩০ যুদ্ধবিমানও উড়বে, ফ্লাইপাস্ট করবে। ইস্টার্ন এয়ার কম্যান্ডের এক অফিসার আজ একথা জানিয়েছেন। কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালের ওপরও আকাশ থেকে ফুল ছড়ানো হবে বলে প্রথমে শোনা গেলেও পরে বলা হয়, রাজারহাটের চিত্তরঞ্জন হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে, সেখানে ফুল ছড়াবে বায়ুসেনার হেলিকপ্টার। ওখানেও কোভিড-১৯ রোগীদের চিকিত্সা হচ্ছে। সামনের সারিতে দাঁড়িয়ে থেকে যে চিকিত্সক, নার্স, প্যারামেডিকেল কর্মীরা কোভিড-১৯ এর মোকাবিলা করছেন, তাঁদের সম্মান জানাতে গুয়াহাটি,ইটানগর, শিলংয়েও হাসপাতালের ওপর পুষ্পবৃষ্টি হবে। গুয়াহাটিতে অসম বিধানসভা ভবনের ওপর দিয়ে উড়ে যাবে বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান। এয়ারফোর্সের ব্যান্ডও গুয়াহাটিতে লাইভ অনুষ্ঠান করবে। দিল্লির এইমস, দীনদয়াল উপাধ্যায় হাসপাতাল, জিটিবি হাসপাতাল,লোকনায়ক হাসপাতাল, রামমনোহর লোহিয়া হাসপাতাল, সফদরজং হাসপাতাল, স্যর গঙ্গারাম হাসপাতাল, বাবা সাহেব অম্বেডকর হাসপাতাল, ম্যাক্স সাকেত, রোহিনী হাসপাতাল,ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের ওপরও করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিত্সা করায় পুষ্পবৃষ্টি করবে বায়ুসেনার হেলিকপ্টার।
শুধু হাসপাতালের ওপর ফুল ছড়িয়ে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দিলেই চলবে, না আরও কিছু করা প্রয়োজন?
Q. শুধু হাসপাতালের ওপর ফুল ছড়িয়ে স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ দেওয়াই কি যথেষ্ট?
ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের সামনে একাধিক বাধা, প্রতিকূলতা আছে বলে অভিযোগ। করোনা রোগীদের চিকিত্সায় সামিল লোকজনের পর্যাপ্ত পিপিই, মাস্ক নেই বলে নানা মহলের দাবি। পর্যাপ্ত চিকিত্সা সরঞ্জামের ব্যবস্থাও থাকা উচিত। সেগুলি নিশ্চয়ই সরকারের দেখার কথা। তবে বায়ুসেনা, যারা দেশের সুরক্ষা নিশ্চিত করে, তাদের এভাবে স্বাস্থ্যকর্মীদের কুর্ণিশ জানাতে এগিয়ে আসা নিশ্চয়ই অভিনব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















