Operation Sindoor Live Updates: Operation Sindoor-এর কৃতিত্ব সেনার ও প্রধানমন্ত্রীর: শুভেন্দু অধিকারী
India Strikes Pakistan: পহেলগাঁওয়ের বদলা নিল ভারত। জানুন প্রতি মুহূর্তের আপডেট।

Background
পহেলগাঁওয়ে হিন্দু পর্যটক নিধনের বদলা ভারতের অপারেশন সিঁদুর। (Operation Sindoor Live Updates)
রাফাল দিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল বায়ুসেনা। (India Strikes Pakistan)
১৫দিনের মাথায় ২৬জনকে খুনের বদলা নিল ভারতীয় সেনা।
পাক অধিকৃত কাশ্মীরে এয়ারস্ট্রাইক, জঙ্গিদের ৯টি ঘাঁটি ধ্বংস।
উ়ড়িয়ে দেওয়া হল বাহাওয়ালপুরে মাসুদ আজহারের জইশের সদর দফতর।
POK-র মুজাফফরবাদে হিজবুলের হেড কোয়ার্টার গুঁড়িয়ে দিল ভারত।
গোটা অপারেশনের উপর নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Suvendu Adhikari: Operation Sindoor-এর কৃতিত্ব সেনার ও প্রধানমন্ত্রীর: শুভেন্দু অধিকারী
"আমাজের বীর জওয়ানরা ভাল কাজ করেছেন। ওঁরা বদলা নিয়েছেন। এর পুরো কৃতিত্ব সেনার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গতকাল তৃণমূল ২৪টি প্রশ্ন তুলছিল। আজ আর কিছু বলছে না," Operation Sindoor নিয়ে শুভেন্দু।
Mock Drill: মুম্বই-পঞ্জাবে শুরু হল মক ড্রিল
পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে Operation Sindoor অভিযান চালিয়েছে ভারত। এবার দেশের বিভিন্ন প্রান্তে শুরু হল মক ড্রিল। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসে, পঞ্জাব মক ড্রিল চলছে।






















