Stray Dog Menace: ২০২৪ সালে ৩৭ লক্ষের বেশি মানুষকে কুকুরে কামড়েছে, জলাতঙ্কে মৃত্যু ৫৪ জনের, জানাল কেন্দ্র
Stra Dog Bites: কেন্দ্রের মৎস, পশুপালন ও ডেয়ারি মন্ত্রকের প্রতিমন্ত্রী এসপি সিংহ বাঘেল মঙ্গলবার লোকসভায় এই তথ্য তুলে ধরেন।

নয়াদিল্লি: কুকুরে কামড়ানোর ঘটনা উত্তরোত্তর বেড়েই চলেছে। সেই আবহে সরকারি হিসেবে ভয়ঙ্কর তথ্য় উঠে এল। ২০২৪ সালে ৩৭ লক্ষেরও বেশি মানুষকে কুকুরে কামড়েছে বলে জানাল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এর মধ্যে যে ৫৪ জন মারা গিয়েছেন, তাঁদের জলাতঙ্ক হয়েছিল বলে আশঙ্কা। (Stray Dog Menace)
কেন্দ্রের মৎস, পশুপালন ও ডেয়ারি মন্ত্রকের প্রতিমন্ত্রী এসপি সিংহ বাঘেল মঙ্গলবার লোকসভায় এই তথ্য তুলে ধরেন। ন্যাশনাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের অধীনস্থ ন্য়াশনাল রেবিজ কন্ট্রোল প্রোগ্রামের আওতায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে এই হিসেব মিলেছে বলে জানানো হয়েছে। (Stra Dog Bites)
কেন্দ্র জানিয়েছে, সবমিলিয়ে ২০২৪ সালে ৩৭ লক্ষ ১৭ হাজার ৩৩৬ জনকে কুকুরে কামড়েছে। তাঁদের মধ্যে ৫৪ জন জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যান বলে সন্দেহ। বাঘেল জানান, পথকুকুরদের নিয়ন্ত্রণের দায়িত্ব সংশ্লিষ্ট এলাকার পুরসভার। পথকুকুরদের নির্বীজকরণে অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল প্রোগ্রামও রয়েছে। পথকুকুরদের নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।
No comments :( https://t.co/CWGESEp6my
— Karti P Chidambaram (@KartiPC) July 22, 2025
১৯৬০ সালের পশুদের উপর হিংস্র আচরণ প্রতিরোধে যে আইন চালু হয়, তার আওতায় ২০২৩ সালে পশু জন্ম নিয়ন্ত্রণ আইন আনা হয়। এর আওতায় পথকুকুরদের নির্বীজকরণ, অ্যান্টি রেবিজ টিকা দেওয়ার উপর জোর দেয় কেন্দ্র।
আর এই পরিসংখ্যান সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম। পথকুকুরদের নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে বলে মত তাঁর। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘বিষয়টি আর উপেক্ষা করা যায় না’।
ভারতে জলাতঙ্ক এখনও গুরুতর সমস্যা। পৃথিবীতে যতসংখ্যক মানুষ জলাতঙ্কে মারা যান, তার ৩৬ শতাংশই ঘটে ভারতে। বিশেষ করে অনূর্ধ্ব ১৫ বছর বয়সিদের উপর রোগের প্রকোপ বেশি। তবে একটু সতর্ক হলেই বিপদ এড়ানো সম্ভব। ২০৩০ সালের মধ্য়ে ভারতকে জলাতঙ্ক মুক্ত করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র।
কিন্তু পরিসংখ্যান বলছে, গত ছ'মাসে কর্নাটকে ২.৩ লক্ষ মানুষকে কুকুরে কামড়েছে। মারা গিয়েছেন ১৯ জন। গত বছরের তুলনায় এমন ঘটনায় বেশ খানিকটা বৃদ্ধি চোখে পড়ছে। পথকুকুরদের খাওয়ানোর জন্য ২.৮৮ কোটি টাকার প্রকল্প এনেছে কর্নাটক সরকার। খাওয়ানোর মাধ্যমে পথকুকুরদের নাগালে পাওয়া সহজ, তাতে তাদের টিকা ও নির্বীজকরণও সম্ভব বলে মত তারা। এই প্রকল্পের ভাল-মন্দ, দুই দিকই খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।
কেরল সরকারের তরফেও পথকুকুর নিয়ন্ত্রণের উদ্যোগ শুরু হয়েছে। ১৫২টি ব্লকে অসুস্থ পথকুকুরদের চিরঘুমে আচ্ছন্ন করে দেওয়ার ভাবনা রয়েছে তাদের।






















