এক্সপ্লোর
Advertisement
কার্গিল সংঘর্ষের সময় পাক সেনার কাছে অস্ত্র, খাবার কিছুই ছিল না, দাবি নওয়াজ শরিফের
সামান্য কারণে তাঁকে দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হয় বলেও অভিযোগ করেছেন শরিফ।
নয়াদিল্লি: ভারত-পাকিস্তান কার্গিল সংঘর্ষের পিছনে ছিলেন পাকিস্তানের জনাকয়েক জেনারেল, গোটা সেনাবাহিনী নয়। পাকিস্তান মুসলিম লিগ-এন-এর প্রধান নওয়াজ শরিফ এই দাবি করলেন।
পাকিস্তানের ১১টি বিরোধী দল মিলে সরকার বিরোধী যে জোট করেছে, গতকাল তার তৃতীয় সমাবেশ ছিল। লন্ডন থেকে ভিডিওর মাধ্যমে তাতে যোগ দিয়ে নওয়াজ শরিফ বলেন, কার্গিল সংঘর্ষে আমাদের সাহসী সেনাদের মৃত্যু হয়, গোটা বিশ্বের সামনে ছোট হয় পাকিস্তান। কিন্তু সেই সংঘর্ষে আমাদের সেনাদের হাত ছিল না, কয়েকজন জেনারেল শুরু করেছিলেন। শুধু সেনা নয়, দেশ ও জাতিকে তারা এমন অবস্থায় ফেলেছিল যেখান থেকে কিছু পাওয়ার নেই। সেনারা বলেছিল, ওদের পর্বতচুড়োয় পাঠিয়ে দেওয়া হয়, সঙ্গে খাবারও দেওয়া হয়নি। অস্ত্রশস্ত্রও ছিল না, অসহায়ভাবে প্রাণ দিতে হয়। এতে দেশ কী পেল? প্রশ্ন শরিফের।
তিনি বলেন, যে জেনারেলরা কার্গিলে সংঘর্ষ শুরু করেন, তাঁরাই ১৯৯৯-এর ১২ অক্টোবর সেনা অভ্যুত্থানের পিছনে ছিলেন। দেশে তাঁরা সামরিক আইন জারি করেন, যাতে শাস্তি এড়ানো যায়। কার্গিলের সময় পাক সেনা প্রধান থাকা পারভেজ মুশারফ ও তাঁর সঙ্গীরা পাক সেনাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেন বলেও অভিযোগ করেছেন তিনি।
সামান্য কারণে তাঁকে দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হয় বলেও অভিযোগ করেছেন শরিফ। তাঁর দাবি, ইমরান খানের তেহরিক ই ইনসাফ মোটেই ভালভাবে দেশ চালাচ্ছে না, যেভাবে তারা তাঁর মেয়ে মরিয়ম ও তাঁর স্বামীর হোটেলের দরজা ভেঙে ভেতরে ঢোকে, তা অত্যন্ত লজ্জাজনক। কার হুকুমে এইভাবে তাঁর মেয়ে-জামাইয়ের ব্যক্তিগত মুহূর্তে হস্তক্ষেপ করা হল? প্রশ্ন শরিফের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement