Heroin Seized: ৪০০ কোটি টাকার মাদকদ্রব্য নিয়ে জলপথে ভারতে ঢোকার চেষ্টা, ধরা পড়ল পাকিস্তানি নৌকা
Pakistan Boat Carrying Heroin: প্রায় ৪০০ কোটি টাকার প্রায় ৭৭ কেজির হেরোইন উদ্ধার হয়েছে।
![Heroin Seized: ৪০০ কোটি টাকার মাদকদ্রব্য নিয়ে জলপথে ভারতে ঢোকার চেষ্টা, ধরা পড়ল পাকিস্তানি নৌকা Pakistan Boat Carrying Heroin Worth Rs 400 Crore Caught Off Gujarat Coast Heroin Seized: ৪০০ কোটি টাকার মাদকদ্রব্য নিয়ে জলপথে ভারতে ঢোকার চেষ্টা, ধরা পড়ল পাকিস্তানি নৌকা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/05/599808b8aad20e0be961986ef7a073b6_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি: সীমান্তে ফের সমস্যা। এবার জলপথে। কোটি কোটি টাকার মাদকদ্রব্য নিয়ে ভারতের (India) ঢোকার চেষ্টার মুখেই আটক করা হল একটি পাকিস্তানি (Pakistani) নৌকাকে। প্রতিরক্ষা মন্ত্রকের পাবলিক রিলেশন অফিস (পিআরও) সোমবার জানিয়েছে গুজরাটের উপকূলে ভারতীয় জলসীমায় ছয় ক্রু সদস্য সহ একটি পাকিস্তানি মাছ ধরার নৌকা 'আল হুসেইনি' আটক করা হয়েছে। সেখান থেকে প্রায় ৪০০ কোটি টাকার প্রায় ৭৭ কেজির হেরোইন উদ্ধার হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে, গুজরাট অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড (ATS) এর সঙ্গে ভারতীয় কোস্ট গার্ড (ICG) যৌথ অভিযান পরিচালনা করেছিল। পিআর ডিফেন্স অফ গুজরাট একটি টুইটে জানিয়েছে, "ভারতীয় কোস্ট গার্ড, গুজরাট অ্যান্টি-টেরোরিজম স্কোয়াড (এটিএস) এর সঙ্গে যৌথ অভিযানে, প্রায় ৪০০ কোটি মূল্যের ৭৭ কেজি হেরোইন বহনকারী একটি পাকিস্তানি মাছ ধরার নৌকা 'আল হুসেইনি'কে ভারতীয় জলসীমায় ৬ জন ক্রুসহ আটক করেছে।
প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, জাহাজটিকে গুজরাট সীমান্তে আনা হয়েছে। ঠিক কী উদ্দেশ্যে ওই বিপুল পরিমাণ মাদক ভারতের দিকে আনা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। গত সেপ্টেম্বর মাসেই একটি জাহাজ থেকে দু’টি কন্টেনার বোঝাই প্রায় ৩ হাজার কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছিল। যার বাজারমূল্য প্রায় ২০ হাজার কোটি টাকা।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আশঙ্কা, আদানিদের বন্দরের মাধ্যমে মাদক ভারতে ঢোকাতে না পেরে ঘুরপথে ভারতে মাদক ঢোকানোর চেষ্টা করছে পাকিস্তান। যদিও এ বিষয়ে সরকারিভাবে কিছু জানান হয়নি এখনও। আতক ব্যক্তিদের থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে প্রতিরক্ষাকর্মীরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)