এক্সপ্লোর
Advertisement
জম্মু ও কাশ্মীরের নতুন ডোমিসাইল আইন ‘অবৈধ’, রাষ্ট্রপুঞ্জে গৃহীত প্রস্তাব, দ্বিপাক্ষিক নানা চুক্তির পরিপন্থী, বলল পাকিস্তান
নয়া ডোমিসাইল সংক্রান্ত নিয়মবিধির আওতায় যারা এবং যাদের সন্তানরা জম্মু ও কাশ্মীরে ১৫ বছর বসবাস করেছে বা এই কেন্দ্রশাসিত এলাকার কোনও শিক্ষা প্রতিষ্ঠানে সাত বছর পড়াশোনা করেছে, সেখান থেকে দশম বা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছে, এমন সবাই সেখানকার নাগরিক হওয়ার যোগ্য।
ইসলামাবাদ: জম্মু ও কাশ্মীরে ভারতের নতুন ডোমিসাইল সংক্রান্ত নিয়মবিধি ‘বেআইনি’, তা রাষ্ট্রপুঞ্জে গৃহীত প্রস্তাব ও দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত নানা চুক্তিকে লঙ্ঘন করেছে বলে দাবি করল পাকিস্তান।
নয়া ডোমিসাইল সংক্রান্ত নিয়মবিধির আওতায় যারা এবং যাদের সন্তানরা জম্মু ও কাশ্মীরে ১৫ বছর বসবাস করেছে বা এই কেন্দ্রশাসিত এলাকার কোনও শিক্ষা প্রতিষ্ঠানে সাত বছর পড়াশোনা করেছে, সেখান থেকে দশম বা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছে, এমন সবাই সেখানকার নাগরিক হওয়ার যোগ্য।
এ ব্যাপারে পাকিস্তানের বিদেশমন্ত্রক আজ বিবৃতি দিয়ে বলেছে, নতুন ডোমসাইল আইনটি অবৈধ, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব ও চতুর্থ জেনিভা কনভেনশন সহ আন্তর্জাতিক আইন, ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বোঝাপড়া, চুক্তির সম্পূর্ণ পরিপন্থী।
কাশ্মীর উপত্যকার জনবিন্যাস কাঠামো বদলে দেওয়া এই ডোমিসাইল আইনের উদ্দেশ্য বলেও দাবি করেছে পাকিস্তান।
গত বছরের ৫ আগস্ট ভারতের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে তার বিশেষ রাজ্যের মর্যাদার বিলোপ ঘটিয়ে তাকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সিদ্ধান্ত মানতে না পেরে আন্তর্জাতিক মহলে অনেক দৌড়ঝাঁপ করেও কোনও সুবিধা করতে পারেনি ইমরান খানের দেশ। তাদের কোণঠাসা করার চেষ্টা ভেস্তে দিয়ে ভারত আন্তর্জাতিক মহলকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিল একেবারেই তার ঘরোয়া ব্যাপার। পাকিস্তানকেও এই বাস্তবকে স্বীকার করে ভারত-বিরোধী প্রোপাগান্ডা থেকে বিরত থাকার পরামর্শ দেয় নয়াদিল্লি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement