Pakistan Election 2024: জেলে ইমরান! পাক-নির্বাচনে চমক PTI সমর্থিত নির্দলদের, কে বসবে মসনদে?
Pakistan Election Result: দুপুর পর্যন্ত পাওয়া হিসেবে কড়া টক্কর চলছে নওয়াজ শরীফের পিএমএলএন, বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি এবং PTI সমর্থিত নির্দল প্রার্থীদের মধ্যে।
নয়াদিল্লি: ভোটগণনা চলেছে পাকিস্তানে (Pakistan Election)। সেদেশের মসনদে এবার কে বসবে তারই কড়া টক্কর চলছে এখন। সেদেশের নির্বাচন কমিশনের (Election Commision of Pakistan) দেওয়া তথ্য অনুযায়ী দুপুর পর্যন্ত পাওয়া হিসেবে কড়া টক্কর চলছে নওয়াজ শরীফের পিএমএলএন, বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি (PPP) এবং PTI সমর্থিত নির্দল প্রার্থীদের মধ্যে। যদিও ভোটগণনা নিয়েও একাধিক অভিযোগ করেছে তেহরিক ই ইনসাফ
এবারের নির্বাচনে চমক দিয়েছে ইমরান খানের (Imran Khan) দল। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এখন জেলে। তাঁকে এবং তাঁর দলকে নিয়ে কিছুদিন আগেও পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিস্তর টালমাটাল চলেছিল। ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (PTI) এবারের নির্বাচনে দল হিসেবে লড়ার অনুমোদনই পায়নি। কিন্তু ওই দলের সমর্থনে একাধিক নির্দল প্রার্থী এবারের নির্বাচনে লড়েছেন। ভোটগণনা শুরু হতেই দেখা গিয়েছে তেহরিক-ই-ইনসাফ (PTI) সমর্থিত বহু প্রার্থী জয়ী হয়েছেন। পাকিস্তানে চলছে ভোট গণনা। দুপুর পর্যন্ত যা ফলাফল এসেছে। তাতে দেখা গিয়েছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ ১৭টি আসন জিতে এগিয়ে রয়েছে। পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা জিতেছেন ১৮টি আসনে। ১৫টি আসনে জয় পেয়েছে পাকিস্তান পিপলস পার্টি। শেহবাজ শরিফের ছেলে এবং পাঞ্জাব প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী হামজা শেহবাজ লাহোরের এনএ-118 আসন থেকে জিতেছেন। জয়ী হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড হাফিজ সইদের ছেলে এবার লাহোরের আসন থেকে লড়েছিলেন, তিনি হেরে গিয়েছেন।
পাকিস্তান মুসলিম লীগ (PMLN)-নওয়াজ প্রধান ও প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ লাহোরের এনএ-১৩০ আসন থেকে জয়ী হয়েছেন। তিনি পিটিআই সমর্থিত প্রার্থী ইয়াসমিন রশিদকে পরাজিত করেছেন। নওয়াজ শরিফের জয়ে আনন্দ প্রকাশ করে X হ্যান্ডেলে পোস্ট করেছেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান।
Hamza Shehbaz winning from Alia Hamza & MNS crushing this 9th May character made me so happy. https://t.co/NQcsIJzooi
— Reham Khan (@RehamKhan1) February 9, 2024
এখনও পর্যন্ত ফলাফলের যা ট্রেন্ড তাতে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতার জায়গায় নেই। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ট্রেন্ড দেখতে পাওয়া যায়নি এখনও। এই অবস্থায় বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টোর পিপিপি (PPP) পড়শি দেশে সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে।
আজ পর্যন্ত পড়শি দেশে কোনও প্রধানমন্ত্রী তাঁর মেয়াদ পূর্ণ করতে পারেননি। পাকিস্তানে একাধিকবার সামরিক অভ্যুত্থান হয়েছে। এই অবস্থায় নতুন সরকারে প্রধানমন্ত্রীর পদে যিনি বসবেন তিনি তাঁর মেয়াদ পূর্ণ করতে পারবেন কি না, সেই প্রশ্নও রয়েছে।
আরও পড়ুন: হিংসায় তছনছ উত্তরাখণ্ডের হলদোয়ানি, জখম অন্তত ২৫০! মৃত্যু একাধিক