Pakistan Minister on Terrorism: '৩ দশক ধরে আমেরিকা ও পশ্চিমের জন্য নোংরা এই কাজটা আমরা করেছি', জঙ্গিদের সাহায্য ও প্রশিক্ষণের কথা স্বীকার পাক মন্ত্রীর
Kashmir News: ফ্রেমে বাঁধানো ছবির মতো সুন্দর পহেলগাঁও। জম্মু-কাশ্মীরের সেই পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবার ঘটেছে ভয়াবহ জঙ্গিহানা।

নয়াদিল্লি : পহেলগাঁওয়ে জঙ্গি-হামলার পর ভারতের একের পর এক কড়া পদক্ষেপে ভীত-সন্ত্রস্ত পাকিস্তান। তাদের একাধিক পদক্ষেপেই তার প্রমাণ মিলছে। এই আবহে এবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যই প্রমাণ করে দিয়েছে, জঙ্গিদের কতটা মদত তারা দেয়। তিনি স্বীকার করে নিয়েছেন, "গত তিন দশক ধরে জঙ্গিদের সাহায্য ও প্রশিক্ষণ দিয়ে গেছে পাকিস্তান।" যদিও এজন্য তিনি আমেরিকা ও পশ্চিমের দেশগুলির দিকে আঙুল তুলেছেন। তাঁর এই বক্তব্য ভারতের দীর্ঘদিনের দাবিতেই সিলমোহর পড়ল। ভারতের মাটিতে হামলা চালাতে পাকিস্তান যে বরাবর জঙ্গিদের মদত দিয়ে চলেছে, সেই অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে ভারত। কার্যত সেই অভিযোগকেই পরোক্ষে স্বীকার করে নিলেন পাকিস্তানের মন্ত্রী। এমনকী পহেলগাঁওয়ে হামলার পেছনেও যে সেই পাকিস্তানি মদতই রয়েছে, সেকথাও পরোক্ষে স্বীকার করে নিয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী।
বিভিন্ন জঙ্গি সংগঠনকে পাকিস্তানের সাহায্য করার দীর্ঘ ইতিহাসের প্রসঙ্গ উল্লেখ করে সাংবাদিক ইয়ালদা হাকিম পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফকে প্রশ্ন করেন। তার উত্তরে মন্ত্রী বলেন, "আমরা এই নোংরা কাজটা আমেরিকা এবং ব্রিটেন-সহ পশ্চিমের দেশগুলির জন্য গত তিন দশক ধরে করে এসেছি।" এরপরেই তিনি স্বীকার করে নেন, এটা "ভুল" ছিল। যার জন্য পাকিস্তানকে ভুগতে হয়েছে। মন্ত্রী বলেন, "আমরা যদি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াইয়ে যোগ না দিতাম এবং পরবর্তীকালে, ৯/১১ হামলার পর, পাকিস্তানের যদি একটি অদম্য ট্র্যাক রেকর্ড থাকত..।"
সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঠান্ডা যুদ্ধের সময়, পাকিস্তান আমেরিকার পাশে দাঁড়িয়েছিল। ২০০১-এর ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে আল-কায়দার জঙ্গি হামলার পর আমেরিকার আফগানিস্তান আক্রমণেরও পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান। আসিফের মন্তব্য, "আফিগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা জঙ্গিদের "প্রক্সি" হিসাবে ব্যবহার করেছিল।"
পহেলগাঁওয়ে হামলার পর সামরিক তৎপরতা এখন তুঙ্গে ! জঙ্গিদের ধরতে পুরোদমে নেমে পড়েছে সেনা-আধা সেনা-কাশ্মীর পুলিশ। ভারতের সমরসজ্জায় ভীত পাকিস্তান পাল্টা শক্তি প্রদর্শনের চেষ্টা করছে ! করাচি উপকূলে বিশেষ জোনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে পাক সরকার। সূত্রের খবর, পাকিস্তানের ন্য়াশনাল সিকিওরিটি কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বালুচিস্তানের যুদ্ধবিমানের স্কোয়াড্রনকে ভারতীয় সীমান্তে মোতায়েন করা হবে। বিভিন্ন জায়গা থেকে পাক সেনার বিভিন্ন রেজিমেন্টকেও সীমান্তে একজোট করা হচ্ছে। সূত্রের খবর, রাওয়ালপিণ্ডিতে পাক সেনাবাহিনীর ১০ নম্বর কোরের যে সদর দফতর রয়েছে তাকে সতর্ক থাকতে বলেছেন পাক সেনাপ্রধান। আন্তর্জাতিক সীমান্তের একেবারে কাছাকাছি গুজরানওয়ালায় রয়েছে পাক সেনাবাহিনীর শিয়ালকোট ডিভিশনের সদর দফতর। তাকও সতর্ক থাকতে বলা হয়েছে। ভারতের একের পর এক কড়া পদক্ষেপে ভীত-সন্ত্রস্ত পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দিতে শুরু করেছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, "ভারত যদি আমাদের নাগরিকদের ক্ষতি করে, তাহলে ভারতের নাগরিকরাও নিরাপদ থাকবে না।"






















