Aryan Khan: নতুন সম্পর্কের গুঞ্জন! পাক অভিনেত্রীর সঙ্গে ক্যামেরাবন্দি শাহরুখ পুত্র আরিয়ান
Bollywood Celebrity Updates: অভিনেত্রীর নাম সাদিয়া খান। দুজনের সাম্প্রতিক ছবিতে মজেছে নেট দুনিয়া। গুঞ্জন রটেছে যে, এই পাক নায়িকার সঙ্গে ডেটিং করছেন আরিয়ান।
![Aryan Khan: নতুন সম্পর্কের গুঞ্জন! পাক অভিনেত্রীর সঙ্গে ক্যামেরাবন্দি শাহরুখ পুত্র আরিয়ান Pakistani Actor Sadia Khan Poses With Aryan Khan At New Year Eve’s Party In Dubai, know in details Aryan Khan: নতুন সম্পর্কের গুঞ্জন! পাক অভিনেত্রীর সঙ্গে ক্যামেরাবন্দি শাহরুখ পুত্র আরিয়ান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/22/eacd71de911890ab57e9c103495cb42a1671696111829209_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দুবাইতে নতুন বছর উদযাপন করেছেন আরিয়ান খান (Aryan Khan) ও সুহানা খান (Suhana Khan)। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়। নিউ ইয়ার পার্টিতে আরিয়ান খানকে দেখা যায় বলিউডের ডান্সিং ডিভা নোরা ফতেহির সঙ্গে। দুজনের ছবি দেখে নেট দুনিয়ায় গুঞ্জন রটে যে, তাঁরা ডেটিং করছেন একে অপরকে। ফের শাহরুখ পুত্র আরিয়ানের নতুন সম্পর্কের গুঞ্জন রটল। এবার দুবাইতেই এক পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে ক্যামেরাবন্দি হলেন আরিয়ান খান। অভিনেত্রীর নাম সাদিয়া খান। দুজনের সাম্প্রতিক ছবিতে মজেছে নেট দুনিয়া। গুঞ্জন রটেছে যে, এই পাক নায়িকার সঙ্গে ডেটিং করছেন আরিয়ান।
নতুন সম্পর্কে আরিয়ান খান?
সম্প্রতি আরিয়ান খানের ফ্যান ক্লাবের পক্ষ থেকে এবং পাক অভিনেত্রী সাদিয়া খানের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে তাঁকে ক্যামেরায় পোজ দিতে দেখা গিয়েছে আরিয়ান খানের সঙ্গে। শাহরুখ পুত্রকে দেখা গিযেছে মেরুন রঙের টি শার্ট, নীল জিনস এবং সাদা ব্লেজারে। অন্যদিকে, সাদিয়া খানের পরনে পুরো কালো রঙের পোশাক। দুই তারকার ছবি প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়তে সময় নেয়নি।
">
আরও পড়ুন - Tara Sutaria: রণবীরের ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার কথা জিজ্ঞাসা করতেই এ কী করলেন তারা!
প্রসঙ্গত, অভিনেত্রী সাদিয়া খান ওদেশে বেশ জনপ্রিয় মুখ। বিশেষ করে ছোট পর্দার পরিচিত মুখ তিনি। একাধিক সিরিজ এবং ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে, আরিয়ান খান বি টাউনে নিজের কেরিয়ার গড়ছেন ক্যামেরার পিছনে। ছবি পরিচালনায় আসতে চলেছেন তিনি।
">
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)