Pakistan India News : পাকিস্তান থেকে পালিয়ে আসছিলেন ভারতে, মরুভূমিতে 'শুকিয়ে মারা গেলেন' দম্পতি
Pakistan News : প্রাথমিক তদন্তে ধারণা,দম্পতি সম্ভবত ডিহাইড্রেশনে মারা গিয়েছেন। মৃতদেহগুলির ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করেছে পুলিশ।

পাকিস্তান থেকে অবৈধ উপায়ে দেশে ঢোকার চেষ্টা করছিলেন দম্পতি। কিন্তু পথেই হল মর্মান্তিক মৃত্যু । ২৮ জুন রাজস্থানের জয়সলমীরের তানোট পুলিশ স্টেশন এলাকার কাছে মরুভূমির মধ্যে উদ্ধার হল ওই পাক-দম্পতির পচাগলা মৃতদেহ। পুলিশ আধিকারিকদের মতে, মরুভূমি দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন ওই দম্পতি । পিটিআই সূত্রে খবর, জয়সলমীরের পুলিশ সুপারিনটেনডেন্ট সুধীর চৌধুরী বলেন, শনিবার তানোট পুলিশ স্টেশনে খবর আসে যে ভারতের সীমান্তের প্রায় ১৫ কিলোমিটার ভেতরে দুটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ পাওয়া গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সেখানে গাছের নিচে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পাওয়া যায়। তার থেকে ৫০ ফুট দূরে, একজন মহিলার মৃতদেহও পাওয়া গিয়েছে বলে খবর। ঘটনাস্থল থেকে তার পরনে আকাশী নীল রঙের সালোয়ার-কুর্তা, হলুদ রঙের স্কার্ফ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ২টি মৃতদেহই মুখ থুবড়ে পড়ে ছিল এবং মনে হচ্ছিল ৮-১০ দিন আগেই মারা গিয়েছেন তাঁরা। পচনের ফলে তাদের দেহ কালো হয়ে যায়। প্রাথমিক তদন্তে ধারণা,দম্পতি সম্ভবত ডিহাইড্রেশনে মারা গিয়েছেন। মৃতদেহগুলির ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করেছে পুলিশ।
ওই ব্যক্তির কাছেদুটি পাকিস্তানি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। একটিতে পরিচয় লেখা রবি কুমার । অন্যটিতে পরিচয় লেখা শান্তি বাই (১৫)। দুটি কার্ডেই 'পাকিস্তান' লেখা ছিল , উল্টো দিকে উর্দুতে লেখা ছিল। পুলিশ অনুসন্ধান করে জানতে পারে, দুজনেই পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা । প্রায় দেড় বছর আগে ভারতীয় ভিসার জন্য আবেদন করেছিলেন তাঁরা। কিন্তু ভিসা অনুমোদিত হয়নি। জানা গিয়েছে পরিবারের সঙ্গে ঝগড়া করেই ভারতে চলে আসার পরিকল্পনা করে থাকতে পারে দম্পতি। দেহগুলো এতটাই পচে গিয়েছে যে, শেষকৃত্যর জন্য পাকিস্তানে পাঠানো যাচ্ছে না।






















