Paresh Rawal: ভোট না দিলে করবৃদ্ধি, কড়া শাস্তির ব্যবস্থা হোক, কেন্দ্রকে সুপারিশ অভিনেতা-BJP নেতা পরেশের
Lok Sabha Elections 2024: সোমবার মুম্বইয়ের একটি বুথে ভোট দিতে যান পরেশ।
মুম্বই: লোকসভা নির্বাচনে সোমবার পঞ্চম দফায় ভোটগ্রহণ চলছে। মায়ানগরী মুম্বইয়েও আজ চলছে ভোটগ্রহণ। আর সেখানে ভোট দিতে গিয়েই বিতর্কিত মন্তব্য করে বসলেন অভিনেতা তথা প্রাক্তন বিজেপি সাংসদ পরেশ রাওয়াল। যে বা যাঁরা ভোট দেন না, তাঁদের করবৃদ্ধি বা অন্য শাস্তির ব্যবস্থা করতে হবে বলে দাবি তুললেন। (Paresh Rawal)
সোমবার মুম্বইয়ের একটি বুথে ভোট দিতে যান পরেশ। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। জানান, নিজের নাগরিক অধিকার প্রয়োগ করেছেন তিনি। কিন্তু যাঁরা এই অধিকার প্রয়োগ করেন না, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলেন পরে। অভিনেতার এই মন্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়েছে। (Lok Sabha Elections 2024)
ভোটদানের পর এদিন সংবাদমাধ্যমে পরেশ বলেন, “সরকার এই করে না, ওই করে না বলে যাঁরা কান্নাকাটি করেন, আজ ভোটদান করলে তার জন্য সরকার দায়ী নয়। ওঁরা নিজেরাই দায়ী। ওঁদের জন্য কিছু না কিছু আইন থাকা উচিত। হয় কর বৃদ্ধি করা হোক, নয়ত বা অন্য কোনও শাস্তির ব্যবস্থা করা হোক।”
#WATCH | Bollywood actor Paresh Rawal says, "...There should be some provisions for those who don't vote, like an increase in tax or some other punishment." pic.twitter.com/sueN0F2vMD
— ANI (@ANI) May 20, 2024
Eh Mr Moron how do you usher in fascism or Dictatorship ? By democratically Asking people to vote ? 🤣 https://t.co/zYgeK9v41x
— Paresh Rawal (@SirPareshRawal) May 20, 2024
পরেশের এই মন্তব্য সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভোট না দিলে শাস্তির কথা বলে পরেশ আসলে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রের পক্ষে সওয়াল করছেন বলে মন্তব্য করেন কেউ কেউ। কেউ কেউ আবার জানান, ভোট দেবেন কি না দেবেন, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও রয়েছে নাগরিকের। তার বিরুদ্ধে পদক্ষেপ করতে সরকারকে যে আহ্বান জানাচ্ছেন পরেশ, তা গণতন্ত্রের পরিপন্থী বলেও মন্তব্য করেন অনেকে।
It's voters right if he/she want to vote he/she will vote. If he/she don't want to vote then they won't.
— Ashish (@error040290) May 20, 2024
You are no one to told them what they have to do or what government should have to do with them.#PareshRawal #dictatorshippic.twitter.com/v0MP7do5hs
শুধু তাই নয়, পরেশ ভোট না দেওয়ার জন্য যেমন নাগরিকদের শাস্তি দেওয়ার কথা বলেছেন, তেমনই প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ না করতে পারলে রাজনীতিকদের কী সাজা হবে, তাও জানতে চান কেউ কেউ।