এক্সপ্লোর
Advertisement
কাল রাম মন্দিরের ভূমিপূজার সময় প্রধানমন্ত্রী বসিয়েছিলেন পারিজাতের চারা, কী এই গাছের বৈশিষ্ট্য
পারিজাতের আর এক নাম কল্পবৃক্ষ, অর্থাৎ যে গাছ ইচ্ছাপূরণ করে। ইংরেজিতে বলে কোরাল জেসমিন ট্রি।
কলকাতা: জানেন কি, আমার আপনার চির পরিচিত শিউলিরই আর এক নাম পারিজাত। এই গাছের ফল ফুটত নাকি স্বর্গের বাগানে। সেখান থেকে তা মর্ত্যে নিয়ে আসেন কৃষ্ণ। জেনে নিন এই গাছের ব্যাপারে কিছু তথ্য-
১. পারিজাতের আর এক নাম কল্পবৃক্ষ, অর্থাৎ যে গাছ ইচ্ছাপূরণ করে। ইংরেজিতে বলে কোরাল জেসমিন ট্রি।
১. এই গাছের উৎপত্তি সত্যযুগে, সমুদ্র মন্থনের সময় ক্ষীর সমুদ্রের নীচ থেকে আসে পারিজাত।
৩. দেবরাজ ইন্দ্র নাকি গাছটি ইন্দ্রলোকে নিয়ে যান, বাগানে পোঁতেন সেটি। তারপর উপহার দেন তাঁর স্ত্রীকে।
৪. বলা হয়, পারিজাত ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ গাছ, এই গাছের ফুল ইশ্বরদের গয়না।
৫. কৃষ্ণ এই গাছ ইন্দ্রলোক থেকে নিয়ে আসেন দ্বারকায়। উপহার দেন তাঁর দুই স্ত্রী রুক্মিণী ও সত্যভামাকে।
৬. পুরাণ-বেদে পারিজাতের উল্লেখ আছে। রাতে ফোটে এই ফুল, নিজেরাই খসে পড়ে জমিতে।
৭. পারিজাতই একমাত্র গাছ, যার ফুল মাটি থেকে তুলে উৎসর্গ করা হয় ঈশ্বরদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement