Paracetamol Tablets: নিম্নমানের প্যারাসিটামল ! দুই কোম্পানির নির্দিষ্ট ব্যাচের ওষুধ নিয়ে রাজ্যসভায় উদ্বেগপ্রকাশ সরকারের
Metronidazole Paracetamol Tablet: বিশেষ ব্যাচের মেট্রোনিডাজল 400 mg এবং প্যারাসিটামল (Paracetamol) 500 mg ট্যাবলেট পরীক্ষায় 'মানহীন' হিসেবে উঠে এসেছে।
কলকাতা: মেট্রোনিডাজল এবং প্যারাসিটামল ট্যাবলেটের বিশেষ ব্যাচকে মানহীন বলে চিহ্নিত করল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার রাজ্যসভায় কেন্দ্র জানিয়েছে হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেড (HAL) এবং কর্ণাটক অ্যান্টিবায়োটিক অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডে (KAPL) তৈরি বিশেষ ব্যাচের মেট্রোনিডাজল 400 mg এবং প্যারাসিটামল (Paracetamol) 500 mg ট্যাবলেট পরীক্ষায় 'মানহীন' হিসেবে উঠে এসেছে।
বিবৃতি জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, ফার্মাসিউটিক্যালস বিভাগের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেড এবং কর্ণাটক অ্যান্টিবায়োটিক অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড মানহীন (NSQ) ওষুধের স্টক সরিয়ে নতুন স্টক আনবে। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) ড্রাগ সতর্কতা হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট ওয়েবসাইটে। যেখানে সেন্ট্রাল ড্রাগস টেস্টিং ল্যাবরেটরিগুলি দ্বারা চিহ্নিত মানহীন বা জাল বা মিসব্র্যান্ডেড বা ভেজাল নয় বলে ওষুধের নাম উল্লেখ করে। ফার্মাসিউটিক্যালস বিভাগের জানিয়েছে, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক লিমিটেডের (HAL) তৈরি ট্যাবলেট মেট্রোনিডাজল 400 mg (ব্যাচ নং HMAA04) এবং কর্ণাটক অ্যান্টিবায়োটিক অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট প্যারাসিটামল 500 mg (ব্যাচ নং 2508323) পরীক্ষায় মানহীন হিসেবে পাওয়া গিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bangladesh News: আগরতলা অভিযানে খালেদা জিয়ার ৩ সংগঠন, সীমান্তে বাড়তি সতর্কতা জারি