এক্সপ্লোর
Advertisement
(Source: Matrize)
রামদেবের পতঞ্জলি করোনার ওষুধ বার করেছে, দাবি সিইও বালকৃষ্ণের
তাঁর আরও দাবি,আয়ুর্বেদের মাধ্যমে করোনা সারিয়ে তোলা সম্ভব। এখন তাঁরা নিয়ন্ত্রিত হারে ক্লিনিক্যাল ট্রায়াল করছেন, এক সপ্তাহেরও কম সময়ে সাফল্যের ব্যাপারে প্রমাণ দেবেন।
কলকাতা: পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও আচার্য বালকৃষ্ণ দাবি করলেন, তাঁরা করোনাভাইরাসের ওষুধ বার করেছেন। আয়ুর্বেদিক ওষুধ প্রয়োগ ৫ থেকে ১৪ দিনের মধ্যে সারিয়ে তোলা হয়েছে করোনা রোগীদের।
গোটা বিশ্বের বৈজ্ঞানিকরা করোনার ওষুধ বার করার চেষ্টায় ব্যস্ত। বাদ নেই যোগগুরু রামদেবের পতঞ্জলিও। বালকৃষ্ণের বক্তব্য, কয়েকশো করোনা রোগীর ওপর তাঁরা ওষুধ প্রয়োগ করেছেন এবং সাফল্যের হার ১০০ শতাংশ। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বা আইসিএমআর এই দাবি সম্পর্কে এখনও কোনও বিবৃতি দেয়নি। বালকৃষ্ণ বলেছেন, করোনা সংক্রমণ শুরু হওয়ার পর তাঁরা বিজ্ঞানীদেরএকটি দলকে এ বিষয়ে নিযুক্ত করেন। প্রথমে সাইমুলেশন করা হয়, চিহ্নিত করা হয় জীবাণুর সঙ্গে লড়তে ও শরীরে ছড়িয়ে পড়া রুখতে সক্ষম যৌগগুলিকে। তারপর কয়েকশো করোনা পজিটিভ রোগীর ওপর ক্লিনিক্যাল টেস্ট হয়। তাঁরা ১০০ শতাংশ সাফল্য পেয়েছেন বলে বালকৃষ্ণের দাবি।
তাঁর আরও দাবি,আয়ুর্বেদের মাধ্যমে করোনা সারিয়ে তোলা সম্ভব। এখন তাঁরা নিয়ন্ত্রিত হারে ক্লিনিক্যাল ট্রায়াল করছেন, এক সপ্তাহেরও কম সময়ে সাফল্যের ব্যাপারে প্রমাণ দেবেন।
মহারাষ্ট্র সরকার করোনার বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাধারণ মানুষকে খেতে বলেছে হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিক অ্যালবাম ৩০। সরকার একটি টাস্ক ফোর্স তৈরি করেছে, যা আয়ুর্বেদ ও ইউনানি ওষুধের একটি তালিকা তৈরি করেছে, যাতে অগস্ত্য হরিতকী, আয়ুষ ৬৪ এমনকী তিল তেলকেও রাখা হয়েছে করোনা প্রতিরোধী সম্ভাব্য ওষুধের মধ্যে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement