PM Modi: "২০১৪-য় সেকেলে ফোন ছুড়ে ফেলে দিয়েছিলেন মানুষ", মোদির নিশানায় কংগ্রেস
India Mobile Congress : ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে প্রধানমন্ত্রী অ্য়াপেল থেকে গুগল-এর মতো বড় বড় প্রযুক্তি কোম্পানি কীভাবে এদেশে উৎপাদন করার জন্য লাইন দিয়ে আছে, সেই পরিসংখ্য়ান তুলে ধরেন
নয়াদিল্লি : ২০১৪ সালে "সেকেলে ফোন" ছুড়ে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মানুষ। কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। প্রসঙ্গত, ওই বছরেই লোকসভা ভোটে বিপুল জনাদেশ নিয়ে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি।
আজ দিল্লিতে একটি টেলিকম ইভেন্টে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, "পুনরায় শুরু করে বা ব্যাটারি চার্জ দিয়ে বা ব্যাটারি পালটেও কাজ করেনি। তাই, ২০১৪ সালে মানুষ এ ধরনের সেকেলে ফোন ত্যাগ করে, দেশকে সেবা করার সুযোগ দেন আমাদের। ২০১৪ কোনও তারিখ নয়, এটা পরিবর্তন। সেকেল ফোনের স্ক্রিন যেমন কাজ করে না, আগের সরকারও সেরকম জমাট বেঁধে গিয়েছিল।"
ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে (India Mobile Congress) বক্তব্য রাখার সময়, প্রধানমন্ত্রী অ্য়াপেল থেকে গুগল-এর মতো বড় বড় প্রযুক্তি কোম্পানি কীভাবে এদেশে উৎপাদন করার জন্য লাইন দিয়ে আছে, সেই পরিসংখ্য়ান তুলে ধরেন। মোদি বলেন, "সম্প্রতি, গুগল ভারতে তাদের পিক্সেল ফোন উৎপাদনের কথা ঘোষণা করেছে। স্যামসাংয়ের Fold 5 এবং অ্যাপেলের iPhone 15 তৈরি হচ্ছে ভারতে। মোবাইল ব্রডব্যান্ডের গতি অনুযায়ী আগের পরিসংখ্যান ১১ থেকে ৪৩-এ পৌঁছে গেছে ভারত।" প্রধানমন্ত্রীর সংযোজন, নাগরিকদের মূলধন, সম্পদ ও প্রযুক্তির অধিকার দেওয়া এই সরকারের অগ্রাধিকার। এখন বিশ্ব 'মেড ইন ইন্ডিয়া'-র ফোন ব্যবহার করছে। আমরা শুধুমাত্র ৫জি পরিষেবা-ই বাড়াচ্ছি না, আমরা ৬জি প্রযুক্তিতে নেতৃত্ব দেওয়ার দিকেও এগোচ্ছি।
#WATCH | At India Mobile Congress, PM Modi says," Recently, Google has announced the manufacturing of its Pixel phone in India. Samsung's Fold 5 mobile phone and Apple's iPhone 15 are being manufactured in India. We are proud that the world is using Made in India mobile phones… pic.twitter.com/lqQ2cmgnMl
— ANI (@ANI) October 27, 2023
এর পরিপ্রেক্ষিতেই তিনি ২জি-র প্রসঙ্গ তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, 'সকলেই জানেন ২জি-র সময় (UPA সরকারের আমলে স্পেকট্রাম বণ্টন) কী হয়েছিল। আমাদের সরকারের আমলে, ৪জি আনা হয়েছে, কিন্তু আমাদের গায়ে কোনও দাগ নেই। আমি আত্মবিশ্বাসী যে, ৬জি প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেবে দেশ।'
#WATCH | Speaking at India Mobile Congress in Delhi, PM Modi says, "We are not only expanding 5G in the country but also moving in the direction of becoming leaders in the area of 6G technology...Everyone knows what happened during the 2G (spectrum allocation during UPA govt).… pic.twitter.com/8QzllndBSD
— ANI (@ANI) October 27, 2023