এক্সপ্লোর
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সম্পর্কে বলিউডের ভুল ধারণা আছে, বললেন পায়েল ঘোষ
তাঁর মতে, বলিউডে ছবির গল্পের অভাব। তাই টাকা তুলতে দক্ষিণী ছবির রিমেক করছে তারা।
![দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সম্পর্কে বলিউডের ভুল ধারণা আছে, বললেন পায়েল ঘোষ People in Bollywood have a lot of misconception about south Indian actresses: Payal Ghosh দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সম্পর্কে বলিউডের ভুল ধারণা আছে, বললেন পায়েল ঘোষ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/26133621/payal-ghosh.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চেন্নাই: বলিউডের থেকে দক্ষিণ ভারতীয় ছবি মহিলাদের সম্মান বেশি দেয়। বললেন দক্ষিণের নামী অভিনেত্রী পায়েল ঘোষ। তাঁর দাবি, দক্ষিণ ভারতে নায়িকাদের দেবীর মর্যাদা দেয়। বহু নায়িকার মন্দির আছে এখানে, সেখানে তাঁদের পুজো হয়। দেশের অন্য কোথাও এটা ভাবা যায় না।
পায়েল বলেছেন, দক্ষিণে তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকদের ছবিতে অভিনয় করেছেন। কিন্তু এখানকার নায়ক বা পরিচালক- কারও সঙ্গে কাজ করতে গিয়েই তাঁকে কখনও কোনও সমস্যায় পড়তে হয়নি। নায়িকারা এখানে দেবী, তামিলনাড়ু ও অন্যান্য রাজ্যে অনেকের নামে মন্দির আছে। আবার বলিউডে যখন তিনি কাজের চেষ্টা করলেন, বহু লোক তাঁকে বলে, বলিউডে দক্ষিণী ছবির অভিনেত্রীদের নিয়ে প্রচুর ভুল ধারণা রয়েছে। তাঁর এক বন্ধু এক প্রযোজনা সংস্থায় তাঁর নাম বললে তাঁকে বলা হয়েছিল, আরে দক্ষিণী নায়িকা তো, ওকে নিয়ে সমস্যা হবে না।
কেরিয়ারের শুরু থেকেই দক্ষিণী ছবিতে মনোযোগ দিতে পারেননি বলে পায়েলের আফশোস রয়েছে। তাঁকে তখন লোকে বলত, দক্ষিণী ছবিতে কাজ করে কেরিয়ারের বারোটা বাজিও না। তাই বলিউডেই তখন তিনি জোর দিয়েছিলেন। কিন্তু বলিউডি ছবির মতই গুরুত্ব দিয়ে দক্ষিণী ছবি তাঁর করা উচিত ছিল। হিট পাওয়ার জন্য সব সময় বিগ ব্যানার ছবি করতে হবে এমনটা নয়। পায়েলের এখন লক্ষ্য, যে ছবিই করুন, তাঁর কাজ যেন তাঁর হয়ে কথা বলে।
তাঁর মতে, বলিউডে ছবির গল্পের অভাব। তাই টাকা তুলতে দক্ষিণী ছবির রিমেক করছে তারা। দক্ষিণী ছবির পরিচালক-কলাকুশলীদের সঙ্গে অংশীদারিত্বেও যেতে চাইছে। এখন আর তাদের নিজস্বতা বলতে কিছু নেই, নিজেদের ওপর ভরসাও রাখতে পারছে না। পায়েল মনে করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)