Pfizer Vaccine Approval : অক্টোবরের মধ্যে ৫-১২ বছর বয়সিদের ভ্যাকসিনের অনুমোদন পেতে পারে ফাইজার ?
অক্টোবরের মধ্যে ৫ থেকে ১২ বছর বয়সিদের ভ্যাকসিন প্রদানের অনুমোদন পেতে পারে আমেরিকার ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার।
নয়া দিল্লি : অক্টোবরের মধ্যে ৫ থেকে ১২ বছর বয়সিদের ভ্যাকসিন প্রদানের অনুমোদন পেতে পারে আমেরিকার ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার। বর্তমানে শুধুমাত্র ফাইজার-বায়োএনটেক-এর কোভিড টিকা ১২ বছর বা তার বেশি বয়সিদের জন্য জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে।
সংবাদ মাধ্যম সিবিএস নিউজ-কে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রাক্তন প্রধান স্কট গটলিয়েব জানিয়েছেন, ফাইজার আগামী মাসে কোনও এক সময় এফডিএর কাছে তথ্য জমা দেওয়ার অবস্থায় থাকবে। তার পর অক্টোবরের শুরুতে ৫ বছর বা তার বেশি বয়সের শিশুদের ভ্যাকসিনের জন্য জরুরি ব্যবহারের অনুমোদনের আবেদন জমা দেবে।
তিনি আরও বলেন, শীতের শুরুতে এফডিএ-র অনুমোদন আশা করা হয়েছিল। এমনকী যদি অনুমোদন নভেম্বর বা ডিসেম্বরের শুরুতেও দেওয়া হয়, তবে এই বছরের শেষের দিকে টিকা চালু করা যেতে পারে।
প্রসঙ্গত, করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে শিশুদের মধ্যে টিকা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট বিশেষ করে শিশুদের মধ্যে অত্যন্ত সংক্রামক বলে প্রমাণিত হয়েছে। খবর অনুযায়ী, ফাইজার তার কোভিড ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল চালাচ্ছে ২ বছর ও তার বেশি বয়সি শিশুদের উপর। নভেম্বর মাসে তার ফালফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড ভ্যাকসিনের ২০০ মিলিয়নেরও বেশি ডোজ দেওয়া হয়েছে। সম্প্রতি বাইডেন প্রশাসন ২০ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজের আট মাস পর সম্পূর্ণ টিকাপ্রাপ্ত বয়স্কদের জন্য বুস্টার শট ঘোষণা করেছে। এই মাসের শুরুর দিকে ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী, ভারত ৫০ মিলিয়ন ডোজ ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন কেনার জন্য আলোচনা করছে।
উল্লেখ্য, আজ ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমলেও, বেড়েছে সক্রিয় কেসের সংখ্যা। রবিবারের তুলনায় অনেকটা কমেছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৯০৯ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু কেরলেই একদিনে সংক্রমিত ২৯ হাজার ৮৩৬ জন। দেশে একদিনে মৃত্যুর সংখ্যা ৩৮০।