Plane Crash in South Korea: অবতরণে বিপত্তি, সটান দেওয়ালে ধাক্কা, দক্ষিণ কোরিয়ায় বাড়ছে হতাহত, বিমান দুর্ঘটনার ভিডিও ভাইরাল
Plane Crash News: রবিবার স্থানীয় সময় সকাল ৯টা বেজে ৭ মিনিটে এই দুর্ঘটনা ঘটে দক্ষিণ কোরিয়ার দক্ষিণের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে।
সোল: আকাশ থেকে সটান রানওয়েতে নেমে আসার কথা ছিল। সব ঠিকঠাকই চলছিল প্রথমে। কিন্তু হঠাৎই মাটি ছোঁয়ার মুহূর্তে রানওয়ে ছেড়ে ডানদিক ঘেঁষে এগোতে থাকে বিমানটি। তীব্র গতিতে গিয়ে ধাক্কা মারে সামনের দেওয়ালে। আর সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ। আগুনের গ্রাসে চলে যায় গোটা বিমান। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারিদিক। সকাল সকাল দক্ষিণ কোরিয়ায় যে বিমান দুর্ঘটনা ঘটল, তার এমনই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রবিবার স্থানীয় সময় সকাল ৯টা বেজে ৭ মিনিটে এই দুর্ঘটনা ঘটে দক্ষিণ কোরিয়ার দক্ষিণের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি Jeju Air Plane সংস্থার। তাইল্যান্ডের ব্যাঙ্কক থেকে ফিরছিল বেমানটি। ঠিক অবতরণের মুহূর্তেই দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়ে বিমানটি। বিমানে সওয়ার ছিলেন ১৮১ যাত্রী। দুই যাত্রী ছাড়া তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
BREAKING: Video shows crash of Jeju Air Flight 2216 in South Korea. 181 people on board pic.twitter.com/9rQUC0Yxt8
— BNO News (@BNONews) December 29, 2024
BREAKING - A Jeju Airlines Boeing 737 with 175 passengers has crashed near Muan International Airport, South Korea, causing a huge fireball and massive casualties.
— Right Angle News Network (@Rightanglenews) December 29, 2024
Allegedly, a bird strike is to blame. pic.twitter.com/fpcc2kwIVh
এর আগে, বড়দিনের সকালে কাজাখস্তানে ভেঙে পড়ে আজেরবাইজান এয়ারলাইন্সের একটি বিমান। যাত্রী সমেত ভেঙে পড়ে সেটি। ৬৭ জন যাত্রীর মধ্যে ৩৮ জন মারা যান। ভাগ্যক্রমে বেঁচে ফেরেন বাকিরা। সেই ঘটনার পর এক সপ্তাহও কাটল না, এবার বিমান দুর্ঘটবা দক্ষিণ কোরিয়ায়। কাজাখস্তানের বিমান দুর্ঘটনায় হামলার তত্ত্ব উঠে এলেও, যান্ত্রিক গোলযোগের জেরেই দক্ষিণ কোরিয়ার বিমানটি ভেঙে পড়ে বলে প্রাথমিক তদন্তে উঠে আসছে। অবতরণের সময় বিমানটির ল্যান্ডিং গিয়ার কাজ করছিল না বলে খবর।
Yonhap News Agency is reporting a Jeju Air 737 went off the runway after landing in Muan. This appears to be #7C2216 from Bangkok operated by a 737-800. https://t.co/Nyf9IuyxmA https://t.co/QkNX4B8eNF pic.twitter.com/LCIUktDbHN
— Flightradar24 (@flightradar24) December 29, 2024
বিমানবন্দর কর্তৃপক্ষ উদ্ধারকার্য চালাচ্ছে বলে জানা গিয়েছে। বিমানটির টেল সেকশন, অর্থাৎ পিছনের অংশ থেকে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা চলছে। দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটি রানওয়ের থেকে একরকম পিছলে বিপথগামী হয়ে পড়ে বলে জানা গিয়েছে। দক্ষিণ কোরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট চয় সাং-মোক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। উদ্ধারকার্যে জোর দিতে নির্দেশ দিয়েছেন তিনি।