PM Kisan Yojana: ২০০০ টাকা ঢুকবে না অ্যাকাউন্টে ! যদি না করেন এই কাজ
PM Kisan 10th Installment: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির দশম কিস্তির টাকা পেতে করতেই হবে এই কাজ। অন্যথায় ২০০০ টাকা হাতছাড়া হবে কৃষকদের। জেনে নিন কী কাজ করলে অ্যাকাউন্টে পড়বে টাকা।
PM Kisan 10th Installment: তালিকায় নাম থাকলেও ঢুকবে না টাকা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির দশম কিস্তির টাকা পেতে করতেই হবে এই কাজ। অন্যথায় ২০০০ টাকা হাতছাড়া হবে কৃষকদের। জেনে নিন কী কাজ করলে অ্যাকাউন্টে পড়বে টাকা।
কৃষকদের জন্য ফের খুশির খবর শোনাল মোদি সরকার। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দেশের বহু কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana-র দশম কিস্তির টাকা। দ্রুত দেখে নিন আপনার নাম আছে নাকি এই তালিকায়।
PM Kisan Yojana: প্রতি বছর ৬,০০০ টাকা
দেশের কৃষকদের জন্য এই প্রাধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছিল কেন্দ্রীয় সরকার। মূলত, এই যোজনার মাধ্যমে বছরে ৬ হাজার টাকা দেওয়া হয় কৃষকদের। সেই অনুযায়ী তিনটি কিস্তিতে ২ হাজার টাকা করে দেওয়া হয় কৃষকদের। রিপোর্ট বলছে, ইতিমধ্য়েই দেশের ১১.৩৭ কোটি কৃষক এই যোজনার লাভ পেয়েছেন। সব মিলিয়ে ১.৫৮ লক্ষ কোটি টাকা এই যোজনায় কৃষকদের দিয়েছে সরকার।
PM Kisan Yojana: কীভাবে আধারের সঙ্গে জুড়বেন পিএম কিষাণ অ্যাকাউন্ট ?
১ প্রথমে যে ব্যাঙ্কের শাখায় আপনার আধার কার্ড লিঙ্ক করা রয়েছে সেখানে যান।
২ ব্যাঙ্ক অফিসারের সামনে আধার কার্ডের ফটোকপির ওপর নিজের স্বাক্ষর করুন।আসল আধার কার্ডের ওপর সাইন করবেন না। চাইলে আসল আধার কার্ড ব্যাঙ্কে নাও নিয়ে যেতে পারেন আপনি।
৩ অনলাইনে আপনার আধার কার্ড যাচাইকরণের পরই লিঙ্ক করা সম্ভব।
৪ এই যাচাইকরণের পর আপনার ১২ সংখ্যার আধার নম্বর পিএম কিষাণ অ্যাকাউন্টের সঙ্গে জুড়ে দেওয়া হবে।
৫ যাচাইকরণের পরে আপনাকে এসএমএস করে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
PM Kisan 10th Installment : ক্রিসমাসের আগে ঢুকবে টাকা
আগামী ১৫ ডিসেম্বরের আগে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ফেলতে পারে কেন্দ্রীয় সরকার। ক্রিসমাসের আগেই এই টাকা দিতে চাইছে কেন্দ্র।আগের মতোই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা।সেই মতো দেখে নিতে হবে অ্যাকাউন্ট ব্যালেন্স।
PM Kisan Yojana: তালিকায় আপনার নাম আছে কি ?
আপনি যদি এই যোজনার সুবিধা নেওয়ার জন্য নিজের নাম রেজিস্টার করে থাকেন তবে অবশ্যই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে নজর রাখুন। তবে সবার আগে দেখুন দশম কিস্তিতে তালিকায় আপনার নাম আছে কিনা। জেনে নিন কীভাবে দেখতে হবে এই তালিকা।
Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana: কীভাবে দেখবেন তালিকা ?
প্রথমে PM Kisan Samman Nidhi Yojana https://pmkisan.gov.in.-এ যেতে হবে আপনাকে।
এখানে 'Farmers Corner'-এ ক্লিক করতে হবে কৃষকদের।
ক্লিক করার পর তৃতীয় পর্বে 'Beneficiaries List' দেখুন।
এবার এখানে 'drop down'-এ ক্লিক করুন।
এই পর্বে এসে state, district, sub-district, block ও village সিলেক্ট করুন।
এখানে 'Get Report' সেগমেন্টে ক্লিক করুন।
শেষে এই পর্বে আপনার এলাকার পুরো তালিকা দেখতে পারবেন।
PM Kisan Yojana: কারা পাবেন এর লাভ ?
প্রধানমন্ত্রীর এই যোজনার সুবিধা পেতে আপনার বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে।সঙ্গে সেই কৃষকের কমপক্ষে ২ হেক্টর চাষের জমি থাকা বাধ্যতামূলক। কোনও কৃষকের যদি সেই পরিমাণ জমি না থাকে তাহলে এই যোজনার সুবিধা নিতে পারবেন না তিনি।