এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
বিয়ের বয়স কমানোর কী হল? মেয়েরা চিঠি লিখছেন, জানালেন মোদি নিজেই
দেশে বর্তমানে মেয়েদের বিয়ে করতে হলে কমপক্ষে বয়স ১৮ হতে হবে বলে আইন চালু রয়েছে। ছেলেদের ন্যূনতম বিয়ের বয়স ২১। কিন্তু নানা মহল, বিশেষতঃ নারী অধিকার সংগঠনগুলি, মহিলা সমাজকর্মীদের তরফে দাবি উঠছে, মেয়েরা বিয়ের আগে যাতে উচ্চশিক্ষা সম্পূর্ণ করার সুযোগ পায়, সেজন্য তাদের সাহায্য করতে বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে বাড়াতে হবে।
নয়াদিল্লি: মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স স্থির করার ব্যাপারে গঠিত কমিটি তার রিপোর্ট পেশ করার পরই সরকার দ্রুত এই ইস্যুতে সিদ্ধান্ত নেবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে বর্তমানে মেয়েদের বিয়ে করতে হলে কমপক্ষে বয়স ১৮ হতে হবে বলে আইন চালু রয়েছে। ছেলেদের ন্যূনতম বিয়ের বয়স ২১। কিন্তু নানা মহল, বিশেষতঃ নারী অধিকার সংগঠনগুলি, মহিলা সমাজকর্মীদের তরফে দাবি উঠছে, মেয়েরা বিয়ের আগে যাতে উচ্চশিক্ষা সম্পূর্ণ করার সুযোগ পায়, সেজন্য তাদের সাহায্য করতে বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর থেকে বাড়াতে হবে। এই প্রেক্ষাপটে দেশে বর্তমানে এ ব্যাপারে আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Discussion is underway to decide the right age for marriage of our daughters. From across the country, daughters write to me asking why hasn't the concerned committee given its decision yet. I assure all daughters that as soon as the report comes, govt will act on it: PM Modi pic.twitter.com/5qna5V3lZQ
— ANI (@ANI) October 16, 2020
Addressing the programme marking 75th anniversary of @FAO. #SahiPoshanDeshRoshan https://t.co/aCUbwedDpb
— Narendra Modi (@narendramodi) October 16, 2020
অনেকের এও অভিমত, ছেলে, মেয়েদের বিয়ের ন্যূনতম বিয়ের বয়সে বৈষম্য, অসঙ্গতি আছে, তাতে ভারসাম্য রাখা উচিত।
প্রধানমন্ত্রী শুক্রবার খাদ্য ও কৃষি সংগঠনের ৭৫-তম বর্ষপূর্তির অনুষ্ঠানের ভাষণে এ ব্যাপারে বলেন, সারা দেশ থেকে মেয়েরা আমার কাছে লিখিত আবেদন করে জানতে চাইছেন, সংশ্লিষ্ট কমিটি কেন এখনও তাদের সিদ্ধান্ত জানায়নি, দেরি করছে। তিনি জানান, কমিটিতে কথাবার্তা চলছে। তারা রিপোর্ট জমা দিলেই তার সুপারিশের ভিত্তিতে কেন্দ্র সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ করবে।
আজকের অনুষ্ঠানে দিনটি বিশেষ ভাবে পালনের জন্য ৭৫ টাকার কয়েন প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকেও অভিনন্দন জানান। ক্ষুধা ও খাদ্য সুরক্ষা নিয়ে কাজ করায় চলতি বছরের নোবেলপ্রাপ্তির জন্য়ও তাদের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানান।
.
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement