আগামী ডিসেম্বরেই সম্ভবত মোদি-হাসিনা বৈঠক
গতকালই, হাসিনার হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুষ্প্রাপ্য ছবি তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গঙ্গোপাধ্যায়।
নয়াদিল্লি ও ঢাকা: আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই খবর বাংলাদেশের সংবাদমাধ্যমের।
বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, বৈঠক নিয়ে দুদেশের কথাবার্তা চলছে। তবে, বৈঠক সামনা-সামনি হবে না কি ভারচুয়ালি হবে, সেই নিয়ে সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, এখনই এটা বলা সম্ভব নয় যে বৈঠক কীভাবে হবে। যদি কোভিড-১৯ পরিস্থিতি একইরকম থাকে, তাহলে বৈঠক ভার্চুয়াল হবে।
এরমধ্যেই, আজই, ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শমূলক কমিশন (জেসিসি)-র বৈঠকে বসছেন দুদেশের বিদেশমন্ত্রীরা। মোমেন ও এস জয়শঙ্করের মধ্যের ওই বৈঠকটিও ভার্চুয়াল হবে।
ভারতকে বাংলাদেশের শ্রেষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে মোমেন বলেন, দুই দেশের অনেক কিছুই আলোচনা করার রয়েছে। আলোচ্য বিষয়ের তালিকায় রয়েছে-- রোহিঙ্গা সমস্যা, জলবণ্টন, বিদ্য়ুৎ, যোগাযোগ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও সীমান্ত সমস্যা।
প্রসঙ্গত, শেখ হাসিনাকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে চিঠি লেখেন নরেন্দ্র মোদি। গতকালই, হাসিনার হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুষ্প্রাপ্য ছবি তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গঙ্গোপাধ্যায়।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের মার্চ মাসে ভারতে এসেছিলেন মুজিবুর রহমান। সেই সময় দুদেশের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই সময়ের একটি ছবি তুলে দেওয়া হয় বঙ্গবন্ধুর কন্যার হাতে।