PM Modi Meeting on Pakistan Issue: মিশনে রেডি সেনা, এবার কি পাকিস্তানকে প্রত্যাঘাত? পাকিস্তান নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
PM Modi High Level Meeting: কোন ভাষায় পাকিস্তানকে জবাব, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী।

নয়া দিল্লি: মিশনে রেডি সেনা, এবার কি পাকিস্তানকে প্রত্যাঘাত? পাকিস্তান নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী। কোন ভাষায় পাকিস্তানকে জবাব, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী, NSA, CDS, ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক। প্রধানমন্ত্রীর বাসভবনে রাজনাথ, দোভাল, অনিল চৌহান। কীভাবে পাকিস্তানকে জবাব, রোডম্যাপ তৈরিতে দিল্লিতে বৈঠক।
এর আগে বৈঠকে BSF, অসম রাইফেলস, NSG, CRPF, SSB, CISF। একাধিক কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।
উরি হামলার পর হয়েছিল সার্জিকাল স্ট্রাইক, পুলওয়ামার পর বালাকোটে এয়ার স্ট্রাইক! এবার পহেলগাঁওয়ে পর্যটকদের ঠান্ডা মাথায় খুনের পর কী পদক্ষেপ করবেন নরেন্দ্র মোদি? সেদিকেই তাকিয়ে দেশবাসী। গত ৭২ ঘণ্টায় তিনবার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঙ্কার ছেড়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে, বুধবার ফের বৈঠকে বসতে পারে CCS অর্থাৎ নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি, পহেলগাঁও হামলার পর এই নিয়ে দ্বিতীয়বার বৈঠকে বসতে চলেছে তারা। বৈঠকে বসতে পারে সংসদ বিশেষক ক্যাবিনেট কমিটি। এবং প্রতিরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটি। সূত্রের খবর, বৈঠকগুলিতে থাকতে পারেন প্রধানমন্ত্রী।
তবে প্রশ্ন উঠছে শেষমেশ কীভাবে পাকিস্তানকে জব্দ করবে ভারত? এবিপি আনন্দকে মেজর জেনারেল জিডি বক্সী (অবসরপ্রাপ্ত) বলেন, 'কেবল পাকিস্তানের কাছেই পারমাণবিক বোমা রয়েছে, ভারতের কাছে নেই এমনটা নয়। আমাদের কাছে ১৮০টি পরমাণু অস্ত্র রয়েছে। যদি আমরা একটা অগ্নি ৫ বা MIRV পাকিস্তানের উপর ফেলি, গোটা শহর ধ্বংস হয়ে যাবে। একটা অগ্নি ৫ এ। কাদের ভয় দেখাচ্ছে?'
কাশ্মীরের পহেলগাঁওয়ে এভাবেই ধর্ম জেনে, ঠাণ্ডা মাথায়, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর্যটকদের খুন করে জঙ্গিরা। তারপর নির্লিপ্তভাবে মহিলাদের বলে, যান মোদিকে গিয়ে বলুন! ভারতের বুকে জঙ্গি হানা নতুন না হলেও, পহেলগাঁওয়ে যা হয়েছে তা নজিরবিহীন। কার্যত প্রধানমন্ত্রীকে খোলা চ্যালেঞ্জ করেছে পাকিস্তানি জঙ্গিরা। এই প্রেক্ষাপটে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিলেন নরেন্দ্র মোদি। সাফ বলেছিলেন, 'এই হামলা শুধুমাত্র নিহত পর্যটকদের ওপর হামলা নয়, দেশের শত্রুরা ভারতের আত্মার ওপর হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছে। আমি একেবারে পরিষ্কার করে বলে দিতে চাই, যারা এই হামলা চালিয়েছে, সেই সব সন্ত্রাসবাদীদের আর হামলার ষড়যন্ত্রকারীদের, তাদের এমন শাস্তি দেওয়া হবে, যা তাদের কল্পনারও বাইরে।'
প্রধানমন্ত্রীর কড়া বার্তা ছিল, 'শাস্তি পাবে। শাস্তি হবেই হবে। এবার সন্ত্রাসবাদীদের বেঁচে থাকা জমিটুকুও মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে। ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি এবার সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেবে।'






















