PM Modi: 'স্বচ্ছতা অভিযান'-এ নাসিকের মন্দির পরিষ্কার করলেন প্রধানমন্ত্রী
Nashik Temple : মন্দিরে একাধিক পুরোহিত যখন রামভজন করছিলেন, তখন তাঁকে খঞ্জনি বাজাতে দেখা যায়।
নাসিক : 'স্বচ্ছ ভারত মিশনের' অংশ হিসাবে মহারাষ্ট্রের নাসিকের কলারাম মন্দিরে পরিষ্কারের কাজে হাত লাগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকালে জাতীয় যুব উৎসবের উদ্বোধনের আগে মেগা রোডশো করেন প্রধানমন্ত্রী। তাঁকে সঙ্গ দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ ও অজিত পাওয়ার। রোড শো-র পর শ্রী কলারাম মন্দির পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মন্দিরে একাধিক পুরোহিত যখন রামভজন করছিলেন, তখন তাঁকে খঞ্জনি বাজাতে দেখা যায়।
At the Shree Kalaram Temple, I had the profound experience of hearing verses from the Bhavarth Ramayana written in Marathi by Sant Eknath Ji, eloquently narrating Prabhu Shri Ram's triumphant return to Ayodhya. This recitation, resonating with devotion and history, was a very… pic.twitter.com/rYqf5YR5qu
— Narendra Modi (@narendramodi) January 12, 2024
এক্স হ্যান্ডেলে ছবি দিয়ে প্রধানমন্ত্রী লেখেন, শ্রী কলরাম মন্দিরে সন্ত একনাথজি-র মারাঠী ভাষায় লেখা ভবর্থ রামায়ণ শুনে আমার গভীর অভিজ্ঞতা হল। এই রামায়ণে সুন্দরভাবে প্রভু শ্রীরামের অযোধ্যায় প্রত্যাবর্তনের কথা বলা আছে। এই পাঠে ভক্তি ও ইতিহাসের অনুরণন, বিশেষ অভিজ্ঞতা ছিল।
এদিকে দেশের দীর্ঘতম সমুদ্র সেতু মুম্বই ট্রান্স হারবার লিঙ্ক যা দেশের পরিবহন মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে তার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্বামী বিবেকানন্দের জন্মদিনে, আজ এই সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে এর নাম দেওয়া হয়েছে অটল সেতু। মুম্বই ট্রান্স হারবার লিঙ্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৬ সালের ডিসেম্বরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদি। ২০২৪ সালে উদ্বোধন হল সেটি। আর উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে ১২ জানুয়ারি। অত্যাধুনিক প্রযুক্তিতে এই সেতু তৈরি করা হয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামানুসারে এর নামকরণ করা হয়েছে অটল সেতু। এটি প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ এবং ৬ লেনের একটি সেতু। এই সেতুর প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ অংশ রয়েছে সমুদ্রের উপরে। সেতুর বাকি অংশ রয়েছে ভূমির উপরে। ২২ কিলোমিটার দীর্ঘ সেতুতে টোল প্লাজা রয়েছে। ফাস্টট্যাগের ব্যবস্থা যেমন থাকবে, তেমনই এইখানে টোল আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। গাড়ির নম্বরের সঙ্গে যুক্ত থাকবে অ্যাকাউন্ট, যার ফলে গাড়ি থামাতে হবে না। কেটে নেওয়া হবে টোলের টাকা।