এক্সপ্লোর
Earthquake News: ভূমিকম্পে তছনছ তিব্বত, ৪ ঘণ্টায় ৮টি আফটারশক, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Earthquake News Update: উৎসস্থল নেপাল হলেও, কম্পন টের পাওয়া গেল উত্তর এবং দক্ষিণবঙ্গে। ভূমিকম্পে তিব্বতে ৫৩ জনের মৃত্যু। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১।

ফাইল ছবি
1/10

শীতের চাদর মুড়িয়ে তখনও ঘুমোচ্ছে শহর থেকে গ্রাম। তার মধ্যেই কেঁপে উঠল মাটি। কোথাও সামান্য কম্পন অনুভূত হল। কোথাও ভেঙে তছনছ হয়ে গেছে ঘর বাড়ি। মঙ্গলবার সকালে ৭ দশমিক ১ তীব্রতার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত। যার প্রভাব পড়ে নেপাল, ভুটান এবং ভারতেও।
2/10

ভূমিকম্পের জেরে তিব্বতের বিস্তীর্ণ এলাকা ভেঙেচুরে ধ্বংসস্তূপ। প্রথম কম্পনের পর ৪ ঘণ্টায় ৮টি আফটারশক। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৫৩ জনের মৃত্যু হয়েছে তিব্বতে।
3/10

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে, বেজিংয়ের স্থানীয় সকাল ৯টা ৫ মিনিট নাগাদ প্রথমবার কম্পন অনুভূত হয় তিব্বতে। তিব্বতের আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দফতর জানাচ্ছে, জিগাজ় শহরে সবথেকে বেশি প্রভাব পড়েছে।
4/10

পিপলস লিবারেশন আর্মি (PLA) ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড ঘোষণা করেছে যে, ভূমিকম্পের কেন্দ্রস্থলে পরিস্থিতি মূল্যায়নের জন্য না চিনা সামরিক বাহিনী ড্রোন মোতায়েন করেছে।
5/10

থিয়েটার কমান্ডের বিমান বাহিনী দুর্যোগ মোকাবিলায় তৎপর হয়েছে। পরিবহন ও চিকিৎসার জন্য বিমান, হেলিকপ্টার এবং স্থল বাহিনীর একটি দল দুর্যোগ মোকাবিলার জন্য রয়েছে। পাশাপাশি ত্রাণের কাজেও সামিল হচ্ছে তারা।
6/10

নেপালের লোবুচে থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১।
7/10

কলকাতা, উত্তরবঙ্গ, দিল্লি, বিহার সহ ভারতের বেশকিছু জায়গায় অনুভূত হয়েছে কম্পন।আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন সাধারণ মানুষ।
8/10

নেপাল ও তিব্বতে ক্ষয়ক্ষতির সংখ্যা সবচেয়ে বেশি। প্রকৃতির প্রতিঘাতে মাটিতে মিশে বহু ঘর বাড়ি।
9/10

ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে শুরু হয়েছে উদ্ধার কাজ। মঙ্গলবার কেঁপে ওঠে কলকাতাও। শহরের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়।
10/10

এই প্রথম নয়, ২০১৫ সালের এপ্রিল মাসে ভয়াবহ ভূমিকম্প হয় নেপালে। ভূমিকম্পের জেরে এভারেস্টেও তুষারধস নামে। সেই সময়ে মৃতের সংখ্যা ২হাজার ৪০০ ছাড়িয়েছিল।
Published at : 07 Jan 2025 02:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
