পেট্রোল-ডিজেলে ফের শুল্ক চাপাতে চলেছে কেন্দ্র? 'জনতাকে লুঠ করা বন্ধ করুন', মোদিকে তোপ রাহুলের
সূত্র অনুযায়ী, লিটারে ৩ থেকে ৬ টাকা পর্যন্ত আবগারী শুল্ক চাপতে পারে
নয়াদিল্লি: কোভিড-১৯ তহবিলে অর্থ জোগান দিতে পেট্রোল-ডিজেলের ওপর আবগারী শুল্ক অনেকটাই বাড়াতে পারে কেন্দ্র বলে বিভিন্ন সংবামাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন রাহুল গাঁধী। কংগ্রেস নেতা বললেন, এবার জনতাকে লুঠ করা ছাড়ুন।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দেশ যখন চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে চলছে, সেই পরিস্থিতিতে পেট্রোল ও ডিজেলের ওপর আবগারী শুল্ক চাপাতে চলেছে কেন্দ্র। সূত্র অনুযায়ী, লিটারে ৩ থেকে ৬ টাকা পর্যন্ত আবগারী শুল্ক চাপতে পারে।
সোশ্যাল মিডিয়ায় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে উদ্ধৃত করে রাহুল বলেন, প্রধানমন্ত্রীর উচিত জনতাকে লুঠ করা ছেড়ে দেওয়া এবং নিজের পুঁজিবাদী বন্ধুদের টাকা দেওয়া বন্ধ করা। মোদিকে কটাক্ষ করে রাহুল যোগ করেন, আপনার উচিত আত্মনির্ভরশীল হওয়া।
আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমা সত্ত্বেও দেশে পেট্রোল-ডিজেলের দাম না কমায় কেন্দ্রের বিজেপি সরকারকে দীর্ঘদিন ধরেই তুলোধনা করে আসছে কংগ্রেস ও রাহুল গাঁধী। বিরোধীদের মতে, বিশ্বে জ্বালানির দাম কমলেও, সেই সুবিধা থেকে ভারতের নাগরিকরা বঞ্চিত। জ্বালানির দাম কমিয়ে দেশবাসীকে নিস্তার দিতে ব্যর্থ মোদি সরকার।
প্রসঙ্গত, গত ২৬ দিন ধরে দেশে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। এপ্রসঙ্গে বিরোধীদের দাবি, বর্তমানে বিহারে বিধানসভা নির্বাচন চলছে। সেই জন্যই এখন জ্বালানির মূল্যবৃদ্ধি করা হচ্ছে না। ভোটগ্রহণ পর্ব মিটে গেলেই এক লপ্তে অনেকটা পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে দেবে কেন্দ্র।