এক্সপ্লোর
ভার্চুয়াল বৈঠকে ক্ষেতমজুরের উপহার দেওয়া কাশ্মীরী 'পিরান' প্রধানমন্ত্রীর গায়ে
প্রধানমন্ত্রী মোদি যখনই দেশের কোনও বিশেষ অঞ্চলের মানুষের জন্য কোনও ঘোষণা করেন বা তাঁদের উদ্দেশে ভাষণ দেন, তিনি তাঁদের প্রথা বা ঐতিহ্যবাহিত পোষাক পরে হাজির হন। অতীতে নির্বাচনী প্রচারেও যে রাজ্যে গিয়েছেন, সেখানকার প্রচলিত পোষাক পরতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি পশ্চিমবঙ্গের জনসাধারণের উদ্দেশে একাধিক ভার্চুয়াল অনুষ্ঠানেও শাল পরেন প্রধানমন্ত্রী।
![ভার্চুয়াল বৈঠকে ক্ষেতমজুরের উপহার দেওয়া কাশ্মীরী 'পিরান' প্রধানমন্ত্রীর গায়ে PM Modi Wears Kashmiri Pheran Gifted By Farm Labourer At Virtual Event as he announces Ayushman Bharat scheme ভার্চুয়াল বৈঠকে ক্ষেতমজুরের উপহার দেওয়া কাশ্মীরী 'পিরান' প্রধানমন্ত্রীর গায়ে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/26210606/modi1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: কাশ্মীরী ক্ষেতমজুরের উপহার দেওয়া পিরান পরে জম্মু ও কাশ্মীরবাসীর জন্য স্বাস্থ্যবিমা পরিষেবা প্রকল্প ঘোষণা করলেন নরেন্দ্র মোদি। কেন্দ্রের এনডিএ সরকার দেশের সব রাজ্য, কেন্দ্রশাসিত এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যবিমা পরিষেবা দিতে আয়ুস্মান ভারত প্রকল্প চালু করেছে। শনিবার আনুষ্ঠানিক ভাবে ভার্চুয়াল পদ্ধতিতে জম্মু ও কাশ্মীরের জনগণকেও তার আওতায় আনার পদক্ষেপ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর গায়ে যে পিরান (কাশ্মীরী চাদর) দেখা গিয়েছে, সেটি গত বছর শীতের সময় জম্মু ও কাশ্মীরের এক ক্ষেতমজুর উপহার হিসাবে প্রধানমন্ত্রীকে পাঠিয়েছিলেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে। সেই পিরান গায়ে চাপিয়ে সশরীরে জম্মু ও কাশ্মীর যাবেন বলে প্রধানমন্ত্রী ঠিক করে রেখেছিলেন, কিন্তু করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে সেই পরিকল্পনা স্থগিত রাখতে হয়েছে তাঁকে। তাই ভিডিও কনফারেন্স করে ভার্চুয়াল ভাষণে ‘বিশেষ উপহার’ হিসাবে পাওয়া পিরান পরেই সাধ পূরণ করেন তিনি।
जम्मू कश्मीर में हेल्थ सेक्टर पर आज जितना ध्यान दिया जा रहा है, उतना पहले कभी नहीं दिया गया।
2 कैंसर इंस्टीट्यूट्स के अलावा दो एम्स का काम भी तेजी से चल रहा है
जन औषधि केंद्र पर बहुत कम दामों में मिल रही दवाइयों और मुफ्त डाइलिसिस की सुविधा ने हजारों लोगों को लाभ पहुंचाया है। pic.twitter.com/wP9VI4sCyn
— Narendra Modi (@narendramodi) December 26, 2020
প্রধানমন্ত্রী মোদি যখনই দেশের কোনও বিশেষ অঞ্চলের মানুষের জন্য কোনও ঘোষণা করেন বা তাঁদের উদ্দেশে ভাষণ দেন, তিনি তাঁদের প্রথা বা ঐতিহ্যবাহিত পোষাক পরে হাজির হন। অতীতে নির্বাচনী প্রচারেও যে রাজ্যে গিয়েছেন, সেখানকার প্রচলিত পোষাক পরতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি পশ্চিমবঙ্গের জনসাধারণের উদ্দেশে একাধিক ভার্চুয়াল অনুষ্ঠানেও শাল পরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের মানুষও যাবতীয় স্বাস্থ্য পরিষেবা পাবেন আয়ুস্মান ভারত স্কিমে, তাঁদের আর্থিক ঝুঁকির হাত থেকে সুরক্ষা দেবে এই স্কিম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)