এক্সপ্লোর
দিল্লিতে ছিনতাইবাজদের পাল্লায় প্রধানমন্ত্রীর ভাইঝি, খোয়া গেল ৫৬০০০ টাকা, দুটি মোবাইল
পুলিশ জানিয়েছে, তিনি আজ সকালে অমৃতসর থেকে দিল্লি আসেন, আগেই গুজরাতি সমাজ ভবনের একটি ঘর বুক করেছিলেন। বিকালেই তাঁর আমদাবাদ রওনা হওয়ার কথা ছিল। তিনি ওল্ড দিল্লি রেল স্টেশন থেকে সিভিল লাইন্স পৌঁছে অটো থেকে নামতেই ছিনতাইবাজরা পার্স কেড়ে উধাও হয়ে যায়।

নয়াদিল্লি: রাজধানীতে ছিনতাইবাজদের পাল্লায় পড়লেন খোদ প্রধানমন্ত্রীর ভাইঝি! উত্তর দিল্লির সিভিল লাইন্স এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাইয়ের মেয়ে দময়ন্তী বেন মোদির পার্স ছিনতাই হয়েছে। অভিযুক্ত মোটরবাইক চেপে আসা দুই দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, দময়ন্তী সিভিল লাইন্সে গুজরাতি সমাজ ভবনের দরজার সামনে অটোরিক্সা থেমে নামছিলেন। চোখের নিমেষে চড়াও হয় দুষ্কৃতীরা। তাঁর পার্সটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। তাতে নগদ ৫৬ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ছাড়াও কিছু দরকারি কাগজপত্র ছিল বলে জানিয়েছেন দময়ন্তী। পুলিশ জানিয়েছে, তিনি আজ সকালে অমৃতসর থেকে দিল্লি আসেন, আগেই গুজরাতি সমাজ ভবনের একটি ঘর বুক করেছিলেন। বিকালেই তাঁর আমদাবাদ রওনা হওয়ার কথা ছিল। তিনি ওল্ড দিল্লি রেল স্টেশন থেকে সিভিল লাইন্স পৌঁছে অটো থেকে নামতেই ছিনতাইবাজরা পার্স কেড়ে উধাও হয়ে যায়। ঘটনাস্থলের কয়েক কিলোমিটারের মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল ও লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের সরকারি বাসভবন। দময়ন্তী ছিনতাইয়ের মামলা রুজু করেছেন, দোষীদের ধরতে তদন্ত, অনুসন্ধান চলছে। ঘটনার কথা স্বীকার করে ডিসিপি (নর্থ) মনিকা ভরদ্বাজ বলেছেন, একটি ছিনতাই মামলা দায়ের হয়েছে। আমরা রেল স্টেশন থেকে সিভিল লাইন্স পর্যন্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি। তদন্ত চলছে, অভিযুক্তরা শীঘ্রই ধরা পড়বে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















