PM Modi: 'অর্থনৈতিক স্বার্থপরতা বাড়ছে, অন্য দেশ নিয়ে চিন্তা করবেন না', ট্রাম্পের শুল্ক-চাপের আবহে মন্তব্য মোদির
PM Modi's Message: গত সপ্তাহেও প্রধানমন্ত্রী বলেছিলেন যে কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তিনি ব্যক্তিগতভাবে বিশাল মূল্য দিতে প্রস্তুত।

নয়াদিল্লি : আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-হুঁশিয়ারির আবহে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত "থামবে না", ঠিক এই ভাষাতেই অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, "অর্থনৈতিক স্বার্থপরতা বাড়ছে। অন্য দেশ নিয়ে চিন্তা করবেন না। এখন এগিয়ে যাওয়ার এবং আমাদের লক্ষ্য অর্জনের সময়।"
ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনায় হোয়াইট হাউসের দাবি, মস্কো সেই টাকা ইউক্রেনে যুদ্ধ চালাতে ব্যবহার করছে। ট্রাম্পের এই ঘোষণার পাল্টা জবাব দিয়েছে ভারত। আলাদা করে বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। এই আবহে এদিন লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "ইতিহাস লেখার সময় এসেছে। আমাদের বিশ্ববাজারকে শাসন করতে হবে। আমাদের উৎপাদন খরচ কমাতে হবে। মানসম্পন্ন পণ্যের মাধ্যমে বিশ্ববাজারে আমাদের দক্ষতা প্রমাণ করার সময় এসেছে।" প্রধানমন্ত্রীর ভাষায়, "দেশের স্বাধীনতা সংগ্রামীরা যেমন "মুক্ত ভারত" কল্পনা করেছিলেন, ঠিক তেমনই 'সমর্থ ভারত' (শক্তিশালী ভারত) গড়ে তোলার সংকল্প নেওয়া এখন সময়ের দাবি। অন্যদের ছোট করে আমাদের শক্তি নষ্ট করা উচিত নয়, আমাদের মনোযোগ নিজেদের শক্তিশালী করার দিকে থাকা উচিত।"
গত সপ্তাহেও প্রধানমন্ত্রী বলেছিলেন যে কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তিনি ব্যক্তিগতভাবে বিশাল মূল্য দিতে প্রস্তুত। প্রসঙ্গত, মার্কিন কৃষি ও দুগ্ধজাত পণ্যের জন্য দেশীয় বাজার উন্মুক্ত করার ক্ষেত্রে ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করবে না ভারত। ভারতের এহেন অবস্থানের কারণে বাণিজ্য চুক্তি আটকে আছে। পাঁচ দফা আলোচনার পর উভয় দেশের মধ্যে আলোচনা ভেস্তে যায়। এই অচলাবস্থার মধ্যে, ট্রাম্প ভারতের উপর ২৫% শুল্ক আরোপ করেন। নয়াদিল্লির রাশিয়ান তেল কেনার কারণে অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের ঘোষণা করেন ট্রাম্প। হোয়াইট হাউসের দাবি, ইউক্রেনে মস্কোর যুদ্ধকে টিকিয়ে রাখতে কাজে আসছে ভারতের এই তেল ক্রয়। এই পরিস্থিতিতে এদিন মোদি মন্তব্য করেন, "কৃষক ও মৎস্যজীবীরা আমাদের অগ্রাধিকার। দেশের কৃষকদের স্বার্থের প্রশ্নে কোনও আপোস করবে না ভারত। কারণ, তাঁরা দেশকে 'স্বয়ং-সম্পূর্ণ' করে তোলেন।" 'আত্মনির্ভর ভারত' নিয়ে সরকারের উদ্যোগ মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "অন্য দেশের উপর নির্ভরশীল হওয়া বিপর্যয়ের কারণ। আমাদের স্বার্থ রক্ষার জন্য আমাদের অবশ্যই স্বাবলম্বী হতে হবে।"






















