G-20 Summit : জি-২০ সম্মেলনে যোগ দিতে রোম যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে ইংল্যান্ড সফরও
বিদেশমন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ইতালির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অক্টোবরের ৩০-৩১ তারিখে রোমে জি-২০ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী...
নয়া দিল্লি : জি-২০ সম্মেলন ও ওয়ার্ল্ড লিডারস সামিট অফ COP-২৬-এ যোগ দিতে ইতালি ও ইংল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অক্টোবর ২৯ থেকে ২ নভেম্বর পর্যন্ত সফর রয়েছে তাঁর। এই সময়ের মধ্যে ইতালির রোম ও ইংল্যান্ডের গ্লাসগোয় যাবেন তিনি। ১৬ তম জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ওয়ার্ল্ড লিডারস সামিট অফ COP-২৬-এও যোগ দেবেন। রবিবার এমনটাই জানিয়েছে বিদেশমন্ত্রক।
বিদেশমন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ইতালির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অক্টোবরের ৩০-৩১ তারিখে রোমে জি-২০ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনে যোগ দেবেন জি-২০ভুক্ত দেশ, ইফরোপিয়ান ইউনিয়ন, অন্যান্য আমন্ত্রিত দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরাও। প্রধানমন্ত্রীর যোগদান করতে চলা অষ্টম জি-২০ সম্মেলন এটি। আন্তর্জাতিক স্তরে অর্থনৈতিক সহযোগিতার জন্য অন্যতম প্রধান ফোরাম এই সংস্থা। ২০২৩ সালে প্রথমবার জি-২০ সম্মেলনের আয়োজন করতে চলেছে ভারত।
আরও পড়ুন ; ‘ভারতীয় সংস্থাগুলিতে এখন রেকর্ড বিনিয়োগ আসছে, মেড ইন ইন্ডিয়া তকমা শক্তিশালী হচ্ছে’, বললেন নরেন্দ্র মোদি
আসন্ন জি-২০ সম্মেলনে ইতালির সভাপতিত্বে একাধিক বিষয়ে আলোচনা হতে পারে। এই তালিকায় রয়েছে-অতিমারী থেকে সেরে ওঠা , বিশ্ব স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করা, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়। এর পাশাপাশি প্রধানমন্ত্রী একাধিক দ্বিপাক্ষিক আলোচনা করতে পারেন। কথা বলতে পারেন ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গেও।
আরও পড়ুন ; ‘আজ সবাই ভারতের শক্তির আঁচ পাচ্ছে’, জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
জি-২০ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী চলে যাবেন গ্লাসগোয়। সেখানে রাষ্ট্রনেতাদের ২৬তম কনফারেন্স অফ পার্টিস শীর্ষক সম্মেলনে যোগ দেবেন। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে যোগ দেবেন তিনি। ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন চলবে। ইতালির সঙ্গে যৌথ উদ্যোগে এর সভাপতিত্ব করবে ইংল্যান্ড। COP-26-এ যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চালাতে পারেন। সেই তালিকায় থাকবেন বরিস জনসনও।