Abhishek Banerjee: পুরভোট পিছিয়ে দেওয়ায় হাইকোর্ট, কমিশনকে ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee Thanks Highcourt, State Election Commission: অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি টুইটে জানিয়েছেন, ‘করোনার বিরুদ্ধে লড়াই শক্তিশালী করা এই মুহূর্তের অগ্রাধিকার’।
কলকাতা: রাজ্যে বাড়ছে করোনার দাপট। এই আবহে পুরভোট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তকেই এদিন ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি টুইটে জানিয়েছেন, ‘করোনার বিরুদ্ধে লড়াই শক্তিশালী করা এই মুহূর্তের অগ্রাধিকার’।
তিনি বলেন, 'রাজ্যের সংক্রমণ হার ৩ শতাংশের নীচে নামাতে হবে। পরবর্তী ৩ সপ্তাহে রাজ্যের সংক্রমণ হার ৩ শতাংশের নীচে নামাতে হবে। আমাদের একসঙ্গে কাজ করে সংক্রমণ হার কমানো নিশ্চিত করতে হবে।"
সূত্রের খবর, রাজ্য সায় দেওয়ার পরই কমিশনের তরফে জানান হয়েছে যে করোনার কারণে ৩ সপ্তাহ পিছিয়ে দেওয়া হচ্ছে ৪ পুরনিগমের ভোট। ২২ জানুয়ারির বদলে ১২ ফেব্রুয়ারি পুরভোট হবে। ১৫ ফেব্রুয়ারি হবে ভোটের ফলপ্রকাশ।
আরও পড়ুন, দেশে বাড়ছে করোনা, ৫ রাজ্যে ভোটের প্রচার নিয়ে নয়া বিধি জারি নির্বাচন কমিশনের
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোভিডের সংক্রমণ কমাতে, ২ মাস সব কিছু স্থগিত করা উচিত। তিনি বলেছিলেন, "প্রথমে বড়দিন পালন, তারপর নতুন বছর পালন। দুর্গাপুজো কোথাও কালীপুজো , কোথাও এই অনুষ্ঠান, কোথাও সেই অনুষ্ঠান... এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি আপনাদের আবার বলছি, এগুলো বন্ধ রেখে আমাদের, এখন রাজ্য সমাজকে বাঁচানোর লক্ষ্যে নিজেদেরকে আত্মনিয়োজিত করতে হবে। মানুষের প্রাণ বাঁচলে আগামী দিনে সব আস্তে আস্তে হবে।"
এদিকে, করোনা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। মেলা সহ আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত এই ছাড় বহাল থাকবে। তবে আপাতত বন্ধ থাকছে স্কুল-কলেজ। ট্রেনও চলবে ১০টা পর্যন্ত। আগের নিয়ম ও নিষেধাজ্ঞা জারি রাখা রয়েছে। তবে কয়েকটা ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।