Saumitra Khan-Sujata Mondal: বিবাহ বিচ্ছেদের পথে সৌমিত্র খাঁ, স্ত্রী সুজাতার সঙ্গে সম্পর্কে ইতি টানতে আদালতের দ্বারস্থ বিজেপি সাংসদ
একুশের বিধানসভা ভোটে সুজাতা তৃণমূলের প্রার্থী হওয়ার পর, স্ত্রীকে আইনি নোটিস পাঠান বিজেপি সাংসদ। এরপর আজ বাঁকুড়া জেলা আদালতে ডিভোর্সের আবেদন জানান।
![Saumitra Khan-Sujata Mondal: বিবাহ বিচ্ছেদের পথে সৌমিত্র খাঁ, স্ত্রী সুজাতার সঙ্গে সম্পর্কে ইতি টানতে আদালতের দ্বারস্থ বিজেপি সাংসদ Bankura BJP MP Saumitra Khan Divorce file against Sujata mondal at court Saumitra Khan-Sujata Mondal: বিবাহ বিচ্ছেদের পথে সৌমিত্র খাঁ, স্ত্রী সুজাতার সঙ্গে সম্পর্কে ইতি টানতে আদালতের দ্বারস্থ বিজেপি সাংসদ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/10/f2f0e0bac7cb2fa6a8b6bc5b6689c5cc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: এবার বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন সৌমিত্র খাঁ। স্ত্রী সুজাতা মণ্ডল খাঁয়ের সঙ্গে আইনি সম্পর্কে ইতি টানতে বাঁকুড়া জেলা আদালতের দ্বারস্থ হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।
প্রসঙ্গত, ২০১৯-র লোকসভা ভোটের সময় আদালতের নির্দেশে বাঁকুড়া জেলায় ঢোকায় নিষেধ ছিল সৌমিত্রর। সেইসময় স্বামীর হয়ে প্রচার করেন সুজাতা। তবে লোকসভা ভোটের পর থেকেই দাম্পত্যে চিড় ধরে। সুজাতা তৃণমূলে যোগ দেওয়ায় তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি করেন সৌমিত্র খাঁ।
একুশের বিধানসভা ভোটে সুজাতা তৃণমূলের প্রার্থী হওয়ার পর, স্ত্রীকে আইনি নোটিস পাঠান বিজেপি সাংসদ। এরপর আজ বাঁকুড়া জেলা আদালতে ডিভোর্সের আবেদন জানান। বিষয়টি ব্যক্তিগত বলে এড়িয়ে গিয়েছেন বিজেপি সাংসদ। অন্যদিকে, সুজাতা মণ্ডল খাঁয়ের প্রতিক্রিয়া এখনও মেলেনি। সোমবার সুজাতার সঙ্গে সম্পর্ক ত্যাগ করার জন্য বাঁকুড়া জেলা আদালতে সোমবার হাজির হন সৌমিত্র। ডিভোর্স ফাইল করেন বিজেপি সাংসদ, এমনটাই জানা গিয়েছে।
উল্লেখ্য, শুভেন্দু অধিকারীরা (Suvendu Adhikari) BJP-তে যোগ দেওয়ার দুদিনের মধ্যেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা তৃণমূলে যোগ দিয়েছিলেন। এরপরই সুজাতা মণ্ডল খাঁ-কে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠাতে চলেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, এমনটা জানান হয়েছিল ২০২০ এর ডিসেম্বরে।
স্ত্রী সুজাতার তৃণমূলে যোগ দেওয়ার খবরের পরই সাংবাদিক বৈঠক করেছিলেন বিজেপি নেতা সৌমিত্র। উত্তর দিতে গিয়ে কেঁদেও ফেলেছিলেন। বিবাহবিচ্ছেদের নোটিস পাঠানোর ঘোষণা করে সুজাতাকে কান্নাভেজা গলায় বলেছিলেন, ‘‘সুজাতা, খুব ভুল করলে। আর তুমি পদবিতে খাঁ লিখো না। শুধু মণ্ডল লিখো।’’
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)