Mamata Banerjee: ফেব্রুয়ারিতে লখনউ সফর মমতার, মোদির কেন্দ্র বারাণসীতেও যাবেন তৃণমূল সুপ্রিমো
Mamata Banerjee may visit Uttar Pradesh: এদিনের বৈঠকের পর তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে দেশে বিরোধী মুখ মমতাই। উত্তরপ্রদেশ ভোটের আগে ৮ ফেব্রুয়ারি লখনউ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
![Mamata Banerjee: ফেব্রুয়ারিতে লখনউ সফর মমতার, মোদির কেন্দ্র বারাণসীতেও যাবেন তৃণমূল সুপ্রিমো Mamata Banerjee may visit Uttarpradesh in february in support of akhilesh yadav Mamata Banerjee: ফেব্রুয়ারিতে লখনউ সফর মমতার, মোদির কেন্দ্র বারাণসীতেও যাবেন তৃণমূল সুপ্রিমো](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/18/6711bd100932eb2f8728d288a10809da_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আশাবুল হোসেন, কলকাতা: উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পাশে চাইছেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। মঙ্গলবার অখিলেশের দূত হয়ে কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বৈঠক করেন সমাজবাদী পার্টির সহ- সভাপতি কিরণময় নন্দ। এদিনের বৈঠকের পর তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে দেশে বিরোধী মুখ মমতাই। উত্তরপ্রদেশ ভোটের আগে ৮ ফেব্রুয়ারি লখনউ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশ ভোটের আগে নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীও যাবেন তৃণমূলনেত্রী। ৮ ফেব্রুয়ারি মমতা-অখিলেশ ভার্চুয়ালি যৌথ সাংবাদিক বৈঠক হবে বলে জানান কিরণময় নন্দ। তিনি এও বলেন, ‘উত্তরপ্রদেশে ভোট নিয়ে মমতা-অখিলেশ যৌথ সাংবাদিক বৈঠকও হবে। উত্তরপ্রদেশে ভোটের প্রচারে মমতাকে চায় সমাজবাদী পার্টি। বারাণসীতেও মমতা-অখিলেশ যাদবের ভার্চুয়াল বৈঠক হবে। তবে উত্তরপ্রদেশে ভোটে কোনও প্রার্থী দেবে না তৃণমূল কংগ্রেস’।
এদিকে, কোভিড আবহে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা রয়েছে ভোটের র্যালিতে। তাই সেখানে ভার্চুয়াল বৈঠক করবেন মমতা-অখিলেশ। কালীঘাটে তৃণমূলনেত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন অখিলেশের দূত। লখনউয়ে অখিলেশের সঙ্গে ভার্চুয়ালি প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানান হয়েছে এদিন। এর আগে বিধানসভা নির্বাচনে মমতাকে পূর্ণ সমর্থন করেছিলেন মুলায়ম সিংহ পুত্র। সমাজবাদী পার্টির জয়া বচ্চনও আসেন তৃণমূলের প্রচারে।
উত্তরপ্রদেশ ভোট নিয়ে পারদ চড়ছে হু হু করে। রাম রাজ্যে এবার মুখোমুখি বিজেপি ও সমাজবাদী পার্টি। ক্ষমতা দখলের লড়িয়ে মরিয়া দুই দলই। যোগীকে পরাস্ত করে সিংহাসন দখলের লড়াই জারি রেখেছেন মুলায়ম সিংহ পুত্র অখিলেশ। ২০২১ সালের বঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার পর জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন আরও জোরদার হয়েছে। পাশাপাশি বাংলায় বিপুল ভোটে জয়লাভ করার পরেই সর্বভারতীয় রাজনীতিতে প্রভাব বিস্তারে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। এই আবহে আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনের আগে অখিলেশ-মমতা বৈঠক নিয়ে জোর চর্চাও চলছে ওয়াকিবহাল মহলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)