TMC News : নৈহাটিতে তৃণমূল কর্মীর উপর হামলার ঘটনায় অধরা মূল অভিযুক্ত। সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য
ABP Ananda LIVE : ৫ দিন পার। এখনও অধরা নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে মূল অভিযুক্ত রাজেশ সাউ। এর মধ্যেই সামনে এল খুনের মুহূর্তের হাড়হিম করা ছবি। CC ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, দুটি বাইকে করে ৬ জন দুষ্কৃতী এসেছিল। টোটো থামিয়ে তারা টেনে-হিঁচড়ে নামানোর চেষ্টা করে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে। বিপদ বুঝে সন্তোষ পালানোর চেষ্টা করায়, তাঁকে ধরে ফেলে বারবার তাঁর মাথায় পাথর দিয়ে মারা হয়। টোটোয় ছিলেন সন্তোষের এক সঙ্গী। ভয়ের চোটে তিনিও পালিয়ে যান। স্থানীয়রা ছুটে এলে এক দুষ্কৃতী কোমর থেকে কিছু বার করার চেষ্টা করে, এক মহিলাকে শাসাতেও দেখা যায়। এরপর তৃণমূল কর্মীকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেই দুষ্কৃতীরা পালায়। পালানোর সময় CC ক্যামেরায় ধরা পড়ে মূল অভিযুক্ত রাজেশ সাউয়ের ছবি।


















