Mamata's Mumbai Visit: "নিষ্ঠুর ও অগণতান্ত্রিক দল," শাহরুখের প্রসঙ্গে টেনে বিজেপিকে আক্রমণ মমতার
Mamata Banerjee Attack BJP: মুম্বই সফরের দ্বিতীয় দিন একাধিক কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিন তৃণমূলের একতা প্রসঙ্গে মমতা বলেন, "ভারত পেশী শক্তি নয় জনশক্তিকে ভালবাসে।''
মুম্বই: "নিষ্ঠুর ও অগণতান্ত্রিক দল" বলে বিজেপিকে (BJP) আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে শাহরুখ খানের (Shahrukh khan) প্রসঙ্গে উল্লেখ করে বিজেপিকে একহাত নেন তৃণমূলনেত্রী (TMC)। মমতা বলেন, এই অগণতান্ত্রিক পরিস্থিতির শিকার হয়েছেন শাহরুখ খান।
মুম্বই সফরের দ্বিতীয় দিন একাধিক কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন তৃণমূলের একতা প্রসঙ্গে মমতা বলেন, "ভারত পেশী শক্তি নয় জনশক্তিকে ভালবাসে। একটি নিষ্ঠুর ও অগণতান্ত্রিক দল বিজেপির সম্মুখীন হচ্ছি। একসঙ্গে লড়াই করলে আমরা জিতবই।''বুধবার বিদ্বজনদের সঙ্গে বৈঠকে অংশ নেন তৃণমূলনেত্রী। সেখানে পরিচালক মহেশ ভট্টকে (Mahesh Bhat) তিনি বলেন, “আপনি শিকার হয়েছেন, শাহরুখ খানও শিকার হয়েছেন। জিততে হলে, আমাদের একসঙ্গে লড়াই করতে হবে এবং যেখানেই সুযোগ পাবেন কথা বলতে হবে। রাজনৈতিক দল (Political Party) হিসেবে আপনি আমাদের পথ দেখান এবং পরামর্শ দিন।’’
উল্লেখ্য, গত ২ অক্টোবর মাদকযোগে গ্রেফতার হন শাহরুখ-পুত্র আরিয়ান খান। দফায় দফায় শুনানি, জামিনের আর্জি খারিজ হওয়ার পর শেষমেশ জেল মুক্তি পান আরিয়ান খান। আর শাহরুখ পুত্রের গ্রেফতারির গোটা ঘটনাক্রমে লাগে রাজনীতির রং। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সরব হয় NCP। আগেই মহারাষ্ট্রের মন্ত্রী এবং এনসিবির নেতা নবাব মালিকের চাঞ্চল্যকর দাবিতে জোরাল হয়েছে সেই প্রশ্ন। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর চক্রান্তে শিকার বলে আক্রমণ মমতার। এই ঘটনা উল্লেখ না করেই শাহরুখ খানের নাম করে বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন দুপুরে নরিম্যান পয়েন্টের ওয়াই বি চ্যবন সেন্টারে বিদ্বজ্জনেদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাভেদ আখতার, মহেশ ভাট, স্বরা ভাস্কর, কুবরা সৈত, রিচা চড্ডার মতো তারকারা। সেই অনুষ্ঠানে অভিনেত্রী স্বরা ভাস্করকে ( Swara Bhaskar) আহ্বান জানালেন তৃণমূলনেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বলেন, "আপনি রাজনীতিতে (Politics) যোগ দিন, আপনার মতো বলিষ্ঠ মেয়েদের দরকার এখানে।''
আরও পড়ুন: Mamata's Mumbai Visit: "আপনি রাজনীতিতে যোগ দিন,'' স্বরা ভাস্করকে আহ্বান মমতার