TMC attacks Modi: বালিয়াড়িতে পড়ে হাজার হাজার দেহ, অভিনব কায়দায় মোদির মেট্রোসফরে চোনা ফেলল তৃণমূল
TMC attacks Modi: কানপুর মেট্রোয় চেপে মোদির এই সফরকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। সফরসঙ্গীদের মুখে মাস্ক থাকলেও, মোদির মুখে মাস্ক না থাকাকে কটাক্ষ করেন তিনি।
কলকাতা: নতুন কাচে সকালের কুয়াশার রেশটুকু লাগেনি। বসার আসন, মেঝে সব ঝকঝকে-তকতকে। কিন্তু জানলার বাইরে চোখ রাখলেই হাড়হিম হয়ে যায়। কানপুরে মহাসমারোহে যখন মেট্রো প্রকল্পের (Kanpur Metro) উদ্বোধনে করলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), সেই সময় করোনা কালে গঙ্গায় ভেসে যাওয়া অগুনতি লাশকে (Floating Bodies in Ganga) তাঁর সঙ্গে জুড়ে দিয়ে কার্যতই যাবতীয় জৌলুসে কার্যতই চোনা ফেলে দিল তৃণমূল (TMC)।
বছর ঘুরতেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election 2022)। তার আগে মঙ্গলবার কানপুরে ১১ হাজার কোটির নবনির্মিত মেট্রো প্রকল্পের সূচনা করেন মোদি। নতুন মেট্রোয় চেপে আইআইটি মেট্রো স্টেশন থেকে গীতা নগর পর্যন্ত যাত্রাও করেন তিনি। সেখানে তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আধিত্যনাথ (Yogi Adityanath) এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী (Hardeep Singh Puri)।নেটমাধ্যমে মেট্রো সফরের সেই ছবিও প্রকাশ করেন মোদি।
Modi onboard Kanpur metro. Heading to the Ganga where the bodies of thousands of Covid-19 victims were abandoned. https://t.co/szlVvonK3i pic.twitter.com/xaVCpAjV9i
— All India Trinamool Congress (@AITCofficial) December 28, 2021
আর সেই ছবিকেই নতুন রূপে প্রকাশ করা হয় তৃণমূলের টুইটার হ্যান্ডল থেকে। মোদির পোস্ট করা ছবিতে যেখানে জানলা দিয়ে জনবসতি দেখা যাচ্ছে, সেখানে তৃণমূলের ওই ছবিতে করোনা কালে গঙ্গায় ভেসে যাওয়া কোভিডে মৃত শয়ে শয়ে মৃতদেহের বালিয়াড়িতে পড়ে থাকার দৃশ্য ফুটিয়ে তোলা হয়। তাতে তৃণমূল লেখে, ‘কানপুর মেট্রোয় চেপে যাত্রা করছেন মোদি। গঙ্গার উদ্দেশে রওনা দিচ্ছেন, যেখানে হাজার হাজার কোভিড রোগীর মৃতদেহ ফেলে দেওয়া হয়েছিল।’
A million words. https://t.co/aYxjyOO8Jb
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) December 28, 2021
কানপুর মেট্রোয় চেপে মোদির এই সফরকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। সফরসঙ্গীদের মুখে মাস্ক থাকলেও, মোদির মুখে মাস্ক না থাকাকে কটাক্ষ করেন তিনি। তৃণমূলের টুিটের প্রেক্ষিতে ডেরেক লেখেন, ‘লক্ষ লক্ষ কথা মাথায় আসছে।’