![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Yogi Adityanath: 'ভগবান রামের বিরোধিতা করলে দুর্ভোগ নেমে আসে', মন্তব্য যোগীর
তিনি বলেন যে রাম হল বিশ্বাসের প্রতীক। তাই যারা রামের নামের বিরোধিতা করেছেন তাঁদের দুর্ভাগ্যের মুখোমুখি পড়তে হয়েছে।
![Yogi Adityanath: 'ভগবান রামের বিরোধিতা করলে দুর্ভোগ নেমে আসে', মন্তব্য যোগীর Yogi Adityanath Those who oppose Lord Ram have faced misfortune Yogi Adityanath: 'ভগবান রামের বিরোধিতা করলে দুর্ভোগ নেমে আসে', মন্তব্য যোগীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/29/9757675a8f85a45bdec105b69cb3a8f0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনৌ: ভগবান রাম নিয়ে মন্তব্য করে ফের সমালোচনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন যে রাম হল বিশ্বাসের প্রতীক। তাই যারা রামের নামের বিরোধিতা করেছেন তাঁদের দুর্ভাগ্যের মুখোমুখি পড়তে হয়েছে। অযোধ্যায় একটি জাতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, যে তাঁরা কখনই ভগবান রামকে রাজনীতির সঙ্গে যুক্ত করেননি। কারণ রাম তাঁদের কাছে বিশ্বাসের প্রতীক।
যোগীর কথায়, "যারা ভগবান রামের বিরোধিতা করেছিল তারাও দুর্ভাগ্যের মুখোমুখি হয়েছে।" অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন যে কাবুল সহ বিশ্বের বিভিন্ন পবিত্র নদীর জল মন্দিরে পাঠানো হয়েছিল। বিজেপি নেতা বলেন, "আফগানিস্তানে সন্ত্রাসের ছায়ায় বসবাসকারী মহিলাদের ভগবান রামের প্রতি এত বিশ্বাস রয়েছে। তাদের বিশ্বাসকে সম্মান করার জন্য, প্রধানমন্ত্রী মোদি নিজেই আমাকে অযোধ্যায় পাঠিয়েছিলেন কাবুল থেকে পাঠানো জল সরবরাহ করতে।"
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, রামলালা অভিষেকের জন্য আফগানিস্তানের এক যুবতীর দ্বারা পাঠানো কাবুল নদীর জল নিয়ে যান যোগী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রথমে অযোধ্যায় হনুমানগড়ির দর্শন করবেন আর এরপর কাবুল নদীর জলের সঙ্গে গঙ্গার জল মিশিয়ে রামলালার অভিষেক করবেন।
রাম রাজ্যের অর্থ ধর্মীয় রাষ্ট্র এমনটা নয়, এ কথাও জানান যোগী। তিনি বলেন রাম রাজ্যের অর্থ হল যেখানে দরিদ্রদের সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হয়। লখিমপুর খেরি ঘটনার কথা বলতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেছেন যে ঘটনাটি দুর্ভাগ্যজনক এবং পুলিশের বিশেষ তদন্তকারী (SIT) দলের রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)