Pakistan Blast: পর পর বিস্ফোরণে কাঁপল পাকিস্তান! বাড়তে পারে মৃত্যুমিছিল, নেপথ্যে কারা?
Peshawar Explosions: সোমবার পাকিস্তানের পেশোয়ারে আধাসামরিক বাহিনী (এফসি) সদর দপ্তরে হামলা চালায় কিছু বন্দুকবাজ। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনজন জঙ্গি নিহত হয়।

নয়া দিল্লি: পেশোয়ারে পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা বন্দুকবাজের। আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স পাকিস্তান পুলিশের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, সোমবার সকালে পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর দপ্তরে হামলা চালায় দুই বন্দুকবাজ। আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় তারা। বিস্ফোরণের জেরে অন্তত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনও অবধি।
পেশোয়ারের বেশ কয়েকজন বাসিন্দা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করেছেন যে তারা এফসি সদর দপ্তর থেকে বোমা বিস্ফোরণের মতো একটি বিকট শব্দ শুনতে পেয়েছেন। তেহরিক-ই-তালেবান এই ঘটনার দায় স্বীকার করেছে। সকাল ৮:১০ মিনিটে ঘটনাটি ঘটে।
জিও টিভির খবরে বলা হয়েছে, সোমবার সকাল ৮:১০ মিনিটে পেশোয়ারে অবস্থিত ফেডারেল কনস্টেবুলারি (এফসি) সদর দপ্তরে হামলা চালানো হয়। ঘটনার পর সুনহেরি মসজিদ রোড বন্ধ করে দেওয়া হয় এবং পুরো এলাকাটি নিরাপত্তা বাহিনী দ্বারা ঘিরে ফেলা হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক জানিয়েছেন, হামলায় দুটি বিস্ফোরণ এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Reports indicate a major attack is underway on Pakistani forces at the FC Headquarters in Peshawar, Khyber Pakhtunkhwa. Two loud explosions have been heard, and heavy gunfire is ongoing. A suicide bombing is suspected, though details are still emerging. Information on casualties… pic.twitter.com/9vOWMkrhkI
— Raj anand (@Rajanand7654) November 24, 2025
পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে এলাকাটি ঘিরে ফেলে। হামলায় তিন সন্ত্রাসী নিহত হয়। নিরাপত্তা সূত্র জানিয়েছে, সদর দপ্তরের গেটে একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীও এই ঘটনাটি দাবি করেছেন।
জানা গিয়েছে, পাকিস্তানের আধা সামরিক বাহিনী ‘ফ্রন্টিয়ার কোর’–এর সদর দপ্তর পেশোয়ারের ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। এর ঢিল ছোড়া দূরত্বে রয়েছে পাক সেনার ক্যান্টনমেন্ট। তাই ওই এলাকায় এই ধরনের ঘটনায় চিন্তিত পাক পুলিশ–প্রশাসনও। স্থানীয়দের উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ইতিমধ্যেই ওই এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।























