হেঁটে তেলঙ্গনা থেকে ছত্তিসগঢ় ফেরার পথে হাইওয়ের ধারে সন্তান প্রসব পরিযায়ী শ্রমিক মহিলার
মহিলার স্বামী জানিয়েছেন, দুজনের বাড়ি ছত্তিসগঢ়ে। তেলঙ্গানায় শ্রমিক হিসেবে কাজ করেন তাঁরা।
হায়দরাবাদ: দেশজুড়ে লকডাউন কার্যকর হওয়া ইস্তক বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার কথা প্রকাশ্যে আসতে শুরু করেছিল। ফের একবার তাঁদের দুর্দশার ছবি উঠে এল। এবারের ঘটনাস্থল তেলঙ্গানা।
খবরে প্রকাশ, লকডাউনের জেরে পরিবহণ স্তব্ধ থাকায় পায়ে হেঁটে নিজের রাজ্য ছত্তিসগঢ়ে যাচ্ছিলেন অনিতা বাঈ নামে এক অন্তঃসত্ত্বা।
কিন্তু, হায়দরাবাদ থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে মেডক জেলায় নরসিঙ্গি থানার কাছে ৪৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে যেতে যেতে তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। রাস্তাতেই তিনি শিশুর জন্ম দেন।
পুলিশ খবর পেয়েই, ঘটনাস্থলে পৌঁছে মহিলা ও সদ্যোজাতকে রামায়ামপেটের একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করে। হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তান দুজনই সুস্থ রয়েছে।
পরে, তাঁদের আরও ভাল কোনও হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল। মহিলার স্বামী জানিয়েছেন, দুজনের বাড়ি ছত্তিসগঢ়ে। তেলঙ্গানায় শ্রমিক হিসেবে কাজ করেন তাঁরা।